পৌর নির্বাচনে সেনা মোতায়েনের দাবি বগুড়ার
নির্বাচনী প্রচারণায় বাধাদান ও কর্মীদের মারপিটের অভিযোগ এনে বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ডের ৭টি ভোটকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছে।
শনিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানিয়েছেন একই ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী (বর্তমান কাউন্সিলর) কারারুদ্ধ মাসুদ রানার স্ত্রী রেহেনা বেগম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রেহানা বেগম অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে মাসুদ রানার পাঞ্জাবী প্রতীকের কর্মীরা প্রতিনিয়ত বাধার সম্মুখীন হচ্ছেন। সরকারদলীয় কাউন্সিলর প্রার্থী আমিনুল ইসলামের লোকজন তার পোস্টার ছিঁড়ে আগুন দিয়েছে। গত ১৭ ডিসেম্বর বিকেলে প্রচারণাকালে মাইক ভাঙচুর এবং রিকশা চালককে মারপিট করা হয়। পরদিন ১৮ ডিসেম্বর প্রচারণাকালে নারী কর্মীদের মারপিট করে শ্লীলতাহানি করে সরকারদলীয় প্রার্থীর কর্মীরা।
কারারুদ্ধ কাউন্সিলর প্রার্থী মাসুদ রানার স্ত্রী আরও অভিযোগ করেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কাউন্সিলরদের প্রতি ওয়ার্ডে একটি করে নির্বাচনী কার্যালয় করার বিধান থাকলেও আমিনুল ইসলাম ৮টি নির্বাচনী কার্যালয় করেছেন। এসব কার্যালয়ে প্রতিদিন ভিসিডি প্লেয়ার বাজানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারদলীয় প্রার্থীর লোকজন মোবাইল ফোনে বিএনপি প্রার্থীর কর্মীদের হুমকি দিচ্ছে। এমনকি মাসুদ রানার পরিবারের সদস্যদেরও প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে।
মাসুদ রানার পরিবারের পক্ষ থেকে এলাকার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রিটার্নিং অফিসারের হস্তক্ষেপ কামনা করে নির্বাচনের দিন ১৫ নং ওয়ার্ডের ৭টি ভোটকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানানো হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন
বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন
বিএনপি সভাপতি কারাগারে, শনিবার বগুড়ায় অর্ধ দিবস হরতাল
সরকারের বিভিন্ন সময়ে দায়ের করা মামলায় বগুড়া জেলা বিএনপি সভাপতিবিস্তারিত পড়ুন