পৌর নির্বাচন স্থগিত চেয়ে রিটের আদেশ ৩ জানুয়ারি

পৌরসভা নির্বাচন স্থগিত চেয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ৩ জানুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। রিটের শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী তৌহিদুল ইসলাম পৌর নির্বাচনের তফসিল বিধিতে ভুল আছে বলে আদালতে স্বীকার করেন। একই সঙ্গে সেই ভুল-ত্রুটিগুলো ঠিক করার জন্য তফসিল বিধিমালা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছে ইসি। আগামী ৩ জানুয়ারি পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আদালতকে অবহিত করেন তিনি। রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার এহসানুর রহমান।
এর আগে গত ১৩ ডিসেম্বর সংশোধিত পৌরসভা নির্বাচন বিধিমালা ১৯ এর ২, ৩, ৪ ও ৫ ধারায় ‘ত্রুটি’ থাকায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও পৌর নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে অ্যাডভোকেট জুলফিকার আলীর পক্ষে রিট দায়ের করেন ব্যারিস্টার এহসানুর রহমান।
ব্যারিস্টার এহসানুর রহমান জানান, রিটে নির্বাচনী তফসিলে ত্রুটি থাকাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।
রিটে পৌরসভা নির্বাচন বিধিমালা তফসিল সংশোধনের নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া বিধিমালায় থাকা ত্রুটি সংশোধন না করা পর্যন্ত নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।
রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, উপ-সচিব, আইন সচিব ও স্থানীয় সরকার সচিবকে বিবাদী করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর দেশের ২৩৪ পৌরসভায় নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন