প্যারালাইসিস শাশুড়ির ওপর ছেলের বৌয়ের নির্যাতন, (ভিডিওসহ)
প্যারালাইসিস শাশুড়ির ওপর বৌয়ের অত্যাচারের ফাঁশ হওয়া ভিডিও নিয়ে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে।
ভিডিওটি দেখলে যে কোনো সুস্থ মানুষের রক্তে আগুন ধরে যাবে। একটা দুর্বল, অসুস্থ মানুষের উপর কীভাবে চোরাগোপ্তা অত্যাচার চালাতে পারে, তা দেখা গিয়েছে এই ভিডিওতে।
উত্তরপ্রদেশের কৌশাম্বির ঘটনা এটি। সবার চোখের আড়ালে শয্যাশায়ী শাশুড়ির উপর অকথ্য অত্যাচার চালাত এক গৃহবধূ। বেমালুম চড়-থাপ্পড়, খাট থেকে ফেলে দেওয়া। প্যারালাইসিসে আক্রান্ত বেচারি বৃদ্ধার এই জুলুম সহ্য করা ছাড়া আর কোনও উপায় ছিল না। বউমার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, ছেলের কাছে নালিশ – কোনও শক্তিই তাঁর নেই। প্যারালাইসিসের পর থেকে একপ্রকার জড়বস্তুর মতো ঘরের এক কোণে বিছানাতেই পড়ে থাকেন সারাদিন।
ব্যাপারটা প্রথম লক্ষ করেন বাড়ির গৃহকর্তা। মায়ের প্রতি স্ত্রীর আচরণে তার মনে সন্দেহ জাগে। বিষয়টার গভীরে যেতে, কাউকে কিছু না বলে, তিনি মায়ের ঘরে একটি সিসিটিভি ক্যামেরা বসান। সেখানেই ধরা পড়ে তার স্ত্রীর নির্যাতনের ছবি।
ভিডিওতে দেখা গেছে, কীভাবে কেউ দেখছে কি না দেখে নিয়ে, অসুস্থ শাশুড়ির গালে একের পর এক চড় কষাচ্ছেন বউমা। কতটা নৃশংসভাবে টেনে হিঁচড়ে ওই বৃদ্ধাকে খাট থেকে মাটিতে ফেলে দিচ্ছেন। মায়ের এ দুর্দশার ছবি দেখে ঠিক থাকতে পারেননি ছেলে। সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করেন স্ত্রীর বিরুদ্ধে।
দেশের বৃদ্ধদের দুর্দশার কাহিনি গত মাসেই একটি সমীক্ষা রিপোর্টে প্রকাশিত হয়। তাতে দেখা গেছে, পাঁচ ভাগের এক ভাগ বৃদ্ধ-বৃদ্ধাকেই পরিবার বিশেষত ছেলে-বউয়ের হাতে কোনও না কোনওভাবে নিগ্রহের শিকার হতে হয়। এক্ষেত্রে সবার উপরে বেঙ্গালুরু। এর পরেই রয়েছে হায়দরাবাদ।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন