বুধবার, মে ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

বিক্ষোভ কর্মসূচি আসছে ২০ দলের

গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্ত বাতিল এবং দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আগামী ৪ অথবা ৫ সেপ্টেম্বর এই কর্মসূচি দেওয়ার সম্ভবনা রয়েছে।

রোববার রাতে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। যদিও জোটের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি। গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে তার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে গত ১২ আগস্ট শরিকদের সঙ্গে বসেছিলেন খালেদা জিয়া।

রোববারে বৈঠকের শুরুতে জোটের অন্যতম শীর্ষ নেতা জাতীয় পার্টির একাংশের নেতা প্রয়াত কাজী জাফরের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বৈঠক সূত্র জানায়, চলমান রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও আলোচনায় প্রধান্য পায়। জোটের কয়েকজন নেতা এই ইস্যুতে হরতাল দেওয়া কথা বললেও বেশিরভাগ নেতাই এর বিরোধিতা করেন।

তারা বলেন, জোটের প্রতিকুল পরিবেশে এই মুহূর্তে বড় কর্মসূচিতে যাওয়া ঠিক হবে না। এমনকি ঢাকায় বড় ধরনের সমাবেশ করার বিষয়ে আলোচনা হলেও সেটিও বাদ দেওয়া হয়। পরে বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।

১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর পর আগামী ৪ অথবা ৫ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হতে পারে। সোমবার সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে।

রাত পৌনে ৮টার দিকে বৈঠক শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী স্থায়ী হয়। এতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য আবদুুল হালিম, জাতীয় পার্টির (কাজী জাফর) ফজলে রাব্বী চৌধুরী, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রধান শফিউল আলম প্রধান, ন্যাশনাল আওয়ামী পার্টির (ভাসানী) চেয়ারম্যান আজহারুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানী, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এইচ এম কামরুজ্জামান খান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তুজা, খেলাফত মজলিশের মওলানা ইসহাক, ইসলামিক পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার সায়েদুল হাসান, পিপলস লীগের সভাপতি গরীবে নেওয়াজ, সাম্যবাদী দলের চেয়ারম্যান সাঈদ আহমেদ উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংসদ সদস্য নয়নের বিরুদ্ধে বক্তব্য ছিল কুরুচিপূর্ণ: বাক্কি বিল্লাহ

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন (এমপির) বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে : মির্জা ফখরুল  

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটিরবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগ ক্ষমতা দখল করে আরও হিংস্র হয়ে উঠেছে

আওয়ামী শাসকগোষ্ঠী ‘ডামি’ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আরও হিংস্রবিস্তারিত পড়ুন

  • চড়াই-উতরাই থাকবে হতাশ হবেন না: প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
  • দেশের জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত : মির্জা ফখরুল
  • আওয়ামী লী‌গ ভিসানীতির পরোয়া করে না : ওবায়দুল কাদের
  • কমরেড রনো চির জাগরূক থাকবেন
  • বিএনপি আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা 
  • মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ
  • উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ: রিজভী
  • আহসানউল্লাহ মাস্টার হত্যা স্বাধীনতা বিরোধীদের নীলনকশার অংশ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
  • পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব গেছেন মির্জা ফখরুল
  • ড. ইউনূসসহ ১৪ জনের জামিন