প্রকাশক দীপন হত্যাকাণ্ডের দায়িত্বে ছিলেন সিফাত
জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যাকাণ্ডে মঈনুল ইসলাম সিফাত মূল নেতার দায়িত্ব পালন করেন। তিনি হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে নেতৃত্ব দিয়ে অন্যদের মাধ্যমে দীপনকে হত্যা করান বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানান।
বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, জঙ্গিদের ভাষায় সিফাত ছিলেন মাসুল। যার অর্থ মূল নেতা।
মনিরুল আরো বলেন, ব্লগার অভিজিৎ রায়ের একটি বই দীপনের প্রকাশনী থেকে বের করা হয়। এরপর থেকেই দীপনকে টার্গেট করে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্যরা। তারা হত্যাকাণ্ডের এক মাস আগে কীভাবে দীপনকে হত্যা করা যায়, তার পরিকল্পনা করে। পুরো পরিকল্পনা বা হত্যা মিশনের দায়িত্বে ছিলেন সিফাত। তিনি হত্যাকাণ্ডের আগে তার মহাখালীর বাসায় অবস্থান নেন।
এক প্রশ্নে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, সিফাতের নেতৃত্বে ওই হত্যাকাণ্ডে পাঁচজন অংশ নেয়। ঘটনার আগে তার নেতৃত্বে রেকি করা হয়। জঙ্গিদের মাস্টার মাইন্ড পলাতক সৈয়দ জিয়াউল হকের নির্দেশে এ হত্যাকাণ্ডের পুরো দায়িত্ব নেন সিফাত। একই সঙ্গে হত্যাকাণ্ডের স্লিপার সেলেরও দায়িত্বে ছিলেন তিনি। তাকে রিমান্ডে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হবে।
২০১৫ সালের অক্টোবর মাসে চাঞ্চল্যকর দীপন হত্যাকাণ্ড ঘটে। সেই হত্যায় জড়িত অভিযোগে মঙ্গলবার সকালে সিফাতকে টঙ্গী থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন