প্রতিটি উকুনের দাম ৩০০ টাকা!
চুলপড়া রোধে দুবাইয়ের সেলুনগুলোতে জনপ্রিয় হয়ে উঠেছে উকুন থেরাপি। এ সুযোগে জমজমাট হয়ে উঠেছে উকুন ব্যবসায়। দুবাইতে ধুমছে বিক্রি হচ্ছে উকুন। তাও নামমাত্র মূল্যে নয়। একটি উকুন ১৪ দিরহাম। বাংলাদেশী টাকায় যার মূল্য ৩০০ টাকার ওপরে।
সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, মাথার উকুন চুল ও স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। ডাক্তাররা জানিয়েছেন, এতে চুল পড়ার আশঙ্কা কম থাকে। চুল মজবুত থাকে এবং শরীর স্বাস্থ্যবান রাখে। এ খবরের ভিত্তিতেই দুবাইতে উকুনের কদর বেড়েছে। নারীরাও তাদের মাথায় উকুনের যতœ নিচ্ছেন।
উকুন বিক্রি শুরু করেছেন। চাহিদা বাড়ায় যাদের মাথায় বেশি উকুন তা দুবাইয়ের সেলুনগুলো কিনে দিব্যি বিক্রি করছেন অন্য নারীর কাছে।
তবে উকুন বিক্রির এ খবর প্রকাশ হওয়ার পর েেপছে দুবাইয়ের হেলথ কন্ট্রোল সেকশন। হেলথ কন্ট্রোল সেকশনের কর্মকর্তারা বলেছেন, উকুন বিক্রির সিদ্ধান্ত অন্যায়। যাকে এ কাজে পাওয়া যাবে তাকে জরিমানা করা হবে।
হেলথ কন্ট্রোল বিভাগের প্রধান হাফেজ গালুম বলেন, এতে বরং ত্বকের রোগগুলো দ্রুত ছড়িয়ে পড়তে পারে। উকুন বিক্রি বন্ধে মিউনিসিপ্যালিটির পরিদর্শকেরা নিয়মিত সব সেলুন পরিদর্শন করবেন। অভিযুক্ত কাউকে পাওয়া গেলে দুই হাজার দিরহাম পর্যন্ত জরিমানা করা হতে পারে। খালিজ টাইমস।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন