প্রতিবন্ধি সাইফুলের কষ্টার্জিত উপার্জনে দেয়াল লিখনের মাধ্যমে সমাজকে বদলে ফেলার চেষ্ঠা
সোহাগ লুৎফুল কবির, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক রুখতে এবং সামাজিক বিভিন্ন অসঙ্গতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে কাজ করে মানুষের হৃদয় জয় করেছেন তাড়াশ উপজেলার শারীরিক
প্রতিবন্ধি সাইফুল ইসলাম। শারীরিক প্রতিবন্ধিতার শিকার হয়েও নিজের কষ্টার্জিত টাকায় উপজেলার জনগুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কের প্রায় তিনশ’ ব্রীজের রেলিংয়ে তার লেখা সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী শ্লোগান ইতিমধ্যে মানুষের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। সে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের গৌরীপাড়া গ্রামে তার জন্ম।
প্রতিবন্ধী সাইফুল নিজ হাতে রঙতুলি দিয়ে প্রাথমিক শিক্ষায় ঝরে পড়া রোধ, শতভাগ স্যানিটেশন, বাল্যবিয়ের কুফল ইত্যাদি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বিদ্যালয়ের গায়ে লিখেছেন অসংখ্য দেয়াল লিখন। নিজের কষ্টার্জিত টাকা ও শ্রম ব্যয় করে জনসচেতনতার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এর জন্য সাইফুল কোনো প্রতিদানের আশা করেন না।
তার বড় ভাই আবদুস সোবহান জানান, তার ছোট ভাই সাইফুলের জন্মলগ্ন থেকেই পা সরু, বাঁকা ও খাটো। ছেলেকে সুস্থ করতে বাবা জব্বার আলী, মা মরিয়ম বেগম
চিকিৎসার জন্য সাধ্যমতো চেষ্টা করেছিলেন, কিন্তু কাজ হয়নি।
স্নাতকোত্তর ডিগ্রিধারী সাইফুল বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে শুধু মনের টানে আমি এ কাজ করি। আমি চাই, সমাজ ও দেশ আরও সুন্দর হোক। এ কাজ করতে
গিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা থেকে ১৫ হাজার টাকা ঋণও নিয়েছেন তিনি।
প্রতিবন্ধী সাইফুল সম্পর্কে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলাউদ্দিন হোসেন বলেন, সাইফুল ইসলামের মতো সবাই এগিয়ে এলে সমাজ বদলে যেত।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে চলছে রমরমা মাদক ও জুয়ার আসর, ওসি বললেন জানা নেই
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুরে প্রকাশ্যে চলছে লাখ লাখ টাকা জুয়াবিস্তারিত পড়ুন
পিস্তল উদ্ধার ! মেডিকেল শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক আটক।
সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ক্লাসরুমের ভেতরে একবিস্তারিত পড়ুন
সিরাজগঞ্জে বাউলদের অনুষ্ঠানে হামলা, আহত ৯
সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় বাউল শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলারবিস্তারিত পড়ুন