প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাহায্যের প্রতিশ্রুতি: ঢাবি ভিসি
বেসরকারি সকল প্রতিষ্ঠান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্দোগে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের সকল প্রকার সাহায্যের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ.আ.স.ম আরেফিন সিদ্দিকী।
আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘প্রতিবন্ধী ব্যাক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এর ৩১ ও ৩৬ নং ধারা বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এ আলোচনা সভার আয়োজন করে।
আরেফিন সিদ্দিকী বলেন, শিক্ষা ক্ষেত্রে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের জন্য ভর্তি কোটা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি সকল প্রতিষ্ঠান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্দোগে প্রতিবন্ধী ছাত্রদের সকল প্রকার সাহায্য করা হবে।
তিনি বলেন, প্রতিবন্ধকতাকে আমরা যদি স্বাভাবিকভাবে দেখি তাহলে এটি কোন সমস্যা নয়। সমাজের প্রতিটি মানুষই কোন না কোন ভাবে প্রতিবন্ধী। তাই নির্দিষ্টভাবে কাউকে প্রতিবন্ধী বলে প্যাকেটবন্দি করা ঠিক হবে না।
তিনি আরও বলেন, কাজের ক্ষেত্রে প্রতিবন্ধীরা অনেকে ভালভাবেই করতে সক্ষম হয়। অনেক ক্ষেত্রেই বরং তারা অমাদের চেয়ে বেশি সংবেদনশীল। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শারমিন হক, সুপ্রীম কোর্টের আইনজীবী মোশাররফ হোসেন প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন