প্রতিবাদী গান গেয়ে জামায়াতের হরতাল প্রত্যাখ্যান
রাজধানীর শাহবাগে প্রতিবাদী গান গেয়ে জামায়াতের হরতাল প্রত্যাখ্যান করলো গণজাগরণ মঞ্চ। আজ সোমবার বেলা ১১টা থেকে হরতালবিরোধী স্লোগান দিয়ে এবং প্রতিবাদী গান গেয়ে মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে জড়ো হতে থাকেন।
অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। এসময় উদীচীর সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, বীর প্রতীকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আবুল কালাম, মঞ্চের কর্মী জীবনানন্দ জয়ন্ত, শিবলি হাসান নিলা, উদীচীর কেন্দ্রীয় কমিটির আরিফ নূরসহ অন্যরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি চলাকালে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, দেশকে অস্থিতিশীল করতে একাত্তরের পরাজিত শক্তি জামায়াত-শিবির এখনও তৎপর রয়েছে। এরাই বাংলাদেশকে নব্য পাকিস্তান বানাতে এবং যুদ্ধাপরাধীর বিচার বাধাগ্রস্ত করতে হরতালের ডাক দিয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে এদের প্রতিহত করা হবে।
হরতালবিরোধী অবস্থান কর্মসূচিতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিল্পী, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের অংশগ্রহণের আহ্বান জানান গণজাগরণ মঞ্চ। এসময় মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন উপস্থিত শিল্পীরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন