রবিবার, এপ্রিল ২০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রতিরোধঃ তামিম-সাকিবের ব্যাটে !

ঢাকা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। স্কোর: লাঞ্চ বিরতিতে বাংলাদেশ ২৮ ওভারে ৯৬/৩। ব্যাট করছেন তামিম ইকবাল (৩৩) ও সাকিব আল হাসান (৪৮)।

তামিম-সাকিব জুটির ফিফটি: দুজনই খেলতে নেমেছেন তাদের ৫০তম টেস্ট ম্যাচ। কিন্তু তামিম ও সাকিব যখন জুটি বাঁধলেন, ১০ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে দল। সেখান থেকে দুজন ধরলেন দলের হাল, গড়লেন প্রতিরোধ। ২১তম ওভারে নাথান লায়নের প্রথম বলে সাকিবের টপ-এজ হয়ে বল উঠে গেল আকাশে। ভাগ্য ভালো; বল পড়ল ‘নো ম্যানস ল্যান্ডে’। এই বলে ২ রান নিয়েই পূর্ণ হলো তামিম-সাকিব জুটির ফিফটি। সাকিবের রান তখন ৩২, তামিমের ১৭, আর বাংলাদেশের ৩ উইকেটে ৬১।

শূন্য রানেই ফিরলেন ইমরুল-সাব্বির: সৌম্যের বিদায়ের পর প্রতিরোধ গড়তে পারেননি ওয়ানডাউনে নামা ইমরুল কায়েস। মাঠে নেমে ৬টি বল মোকাবেলা করলেও প্যাট কামিন্সের শিকার হয়ে শূন্য রানে ফিরতে হয়েছে তাকে। ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর উইকেটে নেমে গোল্ডেন ডাক মেরে ফেরেন হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। প্যাট কামিন্সের হ্যাটট্রিকের সুযোগ তৈরি হলেও সাকিব মাঠে নেমে সেটি হতে দেননি।

হতাশ করলেন সৌম্য: বাংলাদেশ ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরলেন ওপেনার সৌম্য সরকার। প্যাট কামিন্সের প্রথম ওভারের পঞ্চম বলে গালিতে পিটার হ্যান্ডসকম্বের হাতে ক্যাচ তুলে দেন তিনি। আর তাতেই ব্যক্তিগত ৮ রানে দিনের শুরুতে সাজঘরে ফিরে সমর্থকদের হতাশা উপহার দিলেন সৌম্য।

টস: অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।

বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া দল: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাথু রেনশ, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।

তামিম-সাকিবের ৫০: নিজেদের ৫০তম টেস্ট খেলতে নামছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এর আগে বাংলাদেশের হয়ে এ মাইলফলক ছুঁয়েছেন হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল এবং মুশফিকুর রহিম।

১১ বছর পর দুই দলের টেস্ট সিরিজ: ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। ১১ বছর পর আবারও সাদা পোশাকে মাঠে নামছে দুই দল।

অস্ট্রেলিয়া ৪-০ বাংলাদেশ: অস্ট্রেলিয়ার বিপক্ষে চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ। চারটিতেই হেরেছে বাংলাদেশ।

‘অভিষেক’ ২২ ক্রিকেটারের! ২০০৬ সালের পর দুই দল প্রথম টেস্ট খেলছে। দুই দলের ক্রিকেটাররাই একে অপরের বিপক্ষে প্রথমবারের মতো টেস্টে মুখোমুখি হচ্ছে। এক অর্থে দুই দলের ক্রিকেটাদের আজ ‘অভিষেক’ হচ্ছে।

সাকিবের পাঁচ উইকেটের অপেক্ষা: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো খেলতে নামছেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়া বাদে সবগুলো টেস্ট প্রতিপক্ষের বিপক্ষে এক ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন সাকিব। অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ইনিংসে পাঁচ উইকেট পেলে চতুর্থ বোলার হিসেবে এই কীর্তি গড়বেন সাকিব। মুত্তিয়া মুরালিধরন, ডেল স্টেইন এবং রঙ্গনা হেরাথ সবগুলো টেস্ট প্রতিপক্ষের বিপক্ষে ইনিংসে পাঁচ উইকেট পাওয়ার কৃতিত্ব দেখিয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির