প্রথমবারের মতো বাজেটে শিশুদের মতামত
এবারের বাজেটে সব ধরণের মানুষের মতামতের প্রতিফলন ঘটেছে বলে উল্লেখ করেছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাজেট বক্তৃতার শুরুতেই তিনি বলেন, এবারের প্রাক বাজেট আলোচনায় সংসদ সদস্য, কৃষক, ব্যবসায়ী, পেশাজীবী, এনজিও ও অর্থনীতিবিদদের মতামত নেওয়া হয়েছে। এবারই প্রথমবারের মতো শিশুদের মতামতও নেয়া হয়েছে।
“তাদের গুরত্বপূর্ণ মতামত আমাদের বাজেটকে করেছে সুসমৃদ্ধ। বিভিন্ন জনে বিভিন্ন আলোকে বাজেট বিষয়ে পরামর্শ দিয়েছেন। চেষ্টা করেছি প্রস্তাবিত বাজেটে তার প্রতিফলন ঘটাতে।”
বাজেট বক্তৃতার শুরুতে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রতিও সম্মান প্রদর্শন করেন অর্থমন্ত্রী।
দেশী বিদেশী ষড়যন্ত্রের সামনেও বাংলাদেশ অপ্রতিরোধ্য হয়ে উঠে দাঁড়িয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে একটি সংবিধান উপহার দেন। দেশী ও বিদেশী ষড়যন্ত্রের সামনে যখন বাংলাদেশ অপ্রতিরোধ্য তখনই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এক সময় শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব নেন। বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। অর্থনীতি শক্তিশালী হয়। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দিকে এগোয় বাংলাদেশ।
অর্থমন্ত্রী দেশের নানান অর্জনের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশকে যখন মৌলবাদী দেশ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। সেসময় সেসব চক্রান্ত উপেক্ষা করে বাংলাদেশ অটলভাবে দাঁড়িয়ে আছে। কোনো ক্ষেত্রেই আমরা আর পিছিয়ে নেই। দেশে বিদেশে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য নানান পুরস্কারও মিলেছে। অনেক পদকে ভূষিত হয়েছে বাংলাদেশ। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন প্রথম সারির দেশ। উন্নয়নের রোল মডেল হিসেবেও উচ্চারিত হচ্ছে বাংলাদেশের নাম।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন