প্রথম দেখাতেই শ্রীঘরে প্রেমিক-প্রেমিকা!

রং নম্বরে পরিচয়। এরপর তিন মাস টেলিফোনে আলাপ ও প্রেম। মঙ্গলবার তাদের প্রথম দেখা। বুধবার শ্রীঘরে প্রেমিক আনোয়ার হোসেন (২৪) ও প্রেমিকা আসমা আক্তার (১৫)।
ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর গ্রামের।
বুধবার বিকালে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই প্রেমিক যুগলকে সাত দিন করে বিনাশ্রম কারাদ- দেন।
সাজাপ্রাপ্ত আনোয়ার হোসেন কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার সিরাজ মিয়ার ছেলে। তিনি ঢাকার একটি কারখানার চাকরি করেন।
প্রেমিকা আসমা আক্তার হাজীগঞ্জ পৌর এলাকার এনায়েতপুর গ্রামের আবদুর রবের মেয়ে। তিনি ধোপল্লা জনতা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
জানা গেছে, রং নম্বরে ফোন আসার পর প্রথমে তাদের পচয় হয়। তিন মাস কথপোকথনের পর গত মঙ্গলবার বিকালে এনায়েতপুরে তাদের প্রথম দেখা হয়। দেখা করতে আসার পর একদল যুবক দুজনকে ধরে মেয়ের বাড়িতে নিয়ে যায়। সেখানে তারা মেয়েটিকে বিয়ে করা ও দুই লাখ টাকা দাবি করে। অভিভাবকের সম্মতি ছাড়া বিয়ে করতে অপারগতা প্রকাশ করলে প্রেমিক আনোয়ারের পরিবারকে বিষয়টি জানানো হয়।
আনোয়ারের অভিভাবক বিয়েতে রাজি না হলে মেয়েপক্ষের লোকজন ইভটিটিংয়ের কথা বলে প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম জানান, তদন্তের পর ইভটিজিংয়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি। পরে অভিভাবকের অভিযোগের ভিত্তিতে মেয়েটিকে সাত দিন এবং মোবাইলে কথা বলা ও দেখা করার অপরাধে ছেলেটিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

চা কন্যা খায়রুন ইতিহাস গড়লেন
চা শ্রমিকদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে সব মহলেই পরিচিত হবিগঞ্জেরবিস্তারিত পড়ুন

চার্জ গঠন বাতিল চেয়ে রিট করবেন ড. ইউনূস
শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড.বিস্তারিত পড়ুন

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন