প্রথম বিজয় দিবস উদযাপন করছে সাবেক ছিটবাসীরা
বাংলাদেশে আজ উদযাপিত হচ্ছে বিজয় দিবস। যেসব ছিটমহল মাত্র কয়েক মাস আগেও ছিল ভারতের অংশ, সেগুলো বাংলাদেশের ভেতরে বিলুপ্ত হওয়ার পর এই প্রথম সেখানকার বাসিন্দারা বাংলাদেশের বিজয় দিবসের উৎসবে শরিক হতে চলেছেন।
পঞ্চগড় জেলার সাবেক একটি ছিটমহল গারাতীতে আজ বাংলাদেশের নামকরা সব শিল্পীরা গিয়ে জড়ো হচ্ছেন বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিতে। উৎসবে অংশ নেবেন বাংলাদেশের জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্প রেজওয়ানা চৌধুরী বন্যাও।
বিবিসি বাংলাকে তিনি বলেন, বেলা আড়াইটার দিকে সেখানে অনুষ্ঠান শুরু হবে। ‘এখানকার স্থানীয় মানুষেরা, স্কুলের ছেলেমেয়েরা আর আমরা মিলে জাতীয় সঙ্গীত গাইব’।
“ওরাতো অতি সম্প্রতি জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেছে। সেটা যাতে যথার্থভাবে তারা গাইতে পারে এবং যখন আমরা জাতীয় সঙ্গীত গাই তখন আমাদের ভেতরে যে অনুভূতিটা হয়—অহংকার,ভালবাসা, আবেগ –এই জিনিসগুলো যাতে ওদের মধ্যেও কাজ করে, সেটাই আমাদের উদ্দেশ্য”, বলছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা।
১৯৪৭ সালের দেশবিভাগের পর ভারত এবং সাবেক পূর্ব পাকিস্তান ও বর্তমান বাংলাদেশের অভ্যন্তরে থাকা ছিটমহলগুলোর বাসিন্দারা কার্যত বন্দী দশা কাটিয়ে আসছিলেন।
তারা একদেশের নাগরিক হয়ে পরবাসীর মতো জীবন কাটাচ্ছিলেন আরেক দেশের পেটের ভেতর। তাদের দীর্ঘ সেই ভোগান্তির অবসান হয় চলতি বছর পয়লা অগাস্টের প্রথম প্রহরে ভারত ও বাংলাদেশের ভেতরে থাকা ছিটমহলগুলো দুদেশের মূল ভূখণ্ডের সাথে একীভূত হয়ে যাবার পর।
এই সংক্রান্ত আরো সংবাদ
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন
রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন
যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন