প্রধানমন্ত্রীর ছবি রং দিয়ে মুছে ফেলার অভিযোগে আ’লীগ নেতার ৬ ছেলেকে আটক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি রং দিয়ে মুছে ফেলার অভিযোগে আওয়ামী লীগ নেতার ছয় ছেলেকে আটক করেছে পুলিশ। জানাযায়, শাজাহানপুর উপজেলার সাবরুল বাজারে আশেকপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মকবুল হোসেনের ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘আলহাজ্ব কোয়ালিটি ফিডস্’ এর দোকানের দেয়ালে ২০১০সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি আর্ট করা হয়। গত ৪ নভেম্বর মকবুল হোসেনের ছেলে ব্যবসায়ী শাহ আলম (৩৫) ওই ছবিগুলো মুছে ফেলেন।
এ ঘটনায় শাজাহানপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক জেলদার আলী গত শনিবার বিকেলে শাহ আলমের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত শাহ আলমকে আটক করে। এ ঘটনার পর স্থানীয় আ’লীগ ও অঙ্গ সংগঠনের প্রভাবশালী নেতারা শাহ আলমকে ছাড়িয়ে নিতে তদবির করছেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, “আমি কিছু জানিনা, ডিউটি অফিসারকে ফোন করে বিষয়টি জেনে নেন।” স্থানীয় এক সূত্র জানায়, আওয়ামীলীগের অভ্যন্তরীন কোন্দলের জের ধরে এক পক্ষ এই ঘটনাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা চালাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন
বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন
বিএনপি সভাপতি কারাগারে, শনিবার বগুড়ায় অর্ধ দিবস হরতাল
সরকারের বিভিন্ন সময়ে দায়ের করা মামলায় বগুড়া জেলা বিএনপি সভাপতিবিস্তারিত পড়ুন