‘প্রধান প্রতিরক্ষা সহযোগী’ মোদীর ভারতই! মান্যতা দিল আমেরিকা

আমেরিকার সঙ্গে প্রতিরক্ষাক্ষেত্রে ভারতের বড়সড় কূটনৈতিক সাফল্য। অবশেষে ভারতকে ‘প্রধান প্রতিরক্ষা সহযোগী’ হিসেবে মান্যতা দিল মার্কিন কংগ্রেস। শুধু ওবামা এই সিদ্ধান্তে সরকারিভাবে সই করে দিলেই সরকারিভাবে মান্যতা পাবে এই সিদ্ধান্ত। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই এই সিদ্ধান্তে ওবামা সই করে দেবেন বলে মনে করা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গিয়েছে, বৃহস্পতিবার ২০১৭ ন্যাশনাল ডিফেন্স অথোরাইজেশন অ্যাক্ট (এনডিএএ)-কে ৯২-৭ ভোটে পাশ করল মার্কিন সেনেট (সেদেশের কংগ্রেসের উচ্চকক্ষ)। এর আগে ৩৭৫-৩৪ ভোটের ব্যবধানে এই বিল পাশ হয় হাউস অব রিপ্রেজেনটেটিভস-এ (নিম্নকক্ষ)। মূলত, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাকে বৃদ্ধি করতে আমেরিকার প্রধান প্রতিরক্ষা সহযোগী হিসেবে ভারতকে মান্যতা দেওয়ার প্রয়োজন ছিল।
এর ফলে এবার মার্কিন প্রতিরক্ষা ও বিদেশ দফতর বিষয়টি নিয়ে এগোতে পারবে। অন্যদিন, মার্কিন সেনেটের ইন্ডিয়া ককাসের সহ-সভাপতি মার্ক ওয়ার্নার ভারতের অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে দুদেশের মধ্যে সামরিক সহযোগিতা থেকে শুরু করে প্রতিরক্ষা সংক্রান্ত বাণিজ্য এবং প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ গবেষণার পথ প্রশস্ত হবে।
একই সঙ্গে বিশেষজ্ঞদের মতে, ভারতের এই বিশেষ গোষ্ঠীতে অন্তর্ভুক্তির ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে অত্যাধুনিক প্রযুক্তি হস্তান্তরে কোনও বাধা থাকবে না। সবথেকে বড় বিষয়, ত্রাণ ও উদ্ধারকার্য থেকে শুরু করে পাচাররোধ, সমুদ্রে স্বাধীনতা এবং মেরিটাইম অ্যাওয়ারনেস ক্ষেত্রে যৌথ অভিযানেও সহযোগী হবে দুই দেশের সামরিক শক্তি।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন