প্রযুক্তি খাতের রপ্তানিতে আর্থিক সহায়তা দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের রপ্তানিতে নগদ আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, সরকার এ খাতের রপ্তানির জন্য অগ্রাধিকার দিয়ে আসছে।
আজ শুক্রবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত তিনদিনব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬ এর শেষদিনে ‘দি রোড টু ফাইভ বিলিয়ন আইসিটি এক্সপোর্ট বাই-২০২১’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তোফায়েল আহমেদ বলেন, আইসিটি খাত বাংলাদেশের রপ্তানির জন্য একটি উজ্জ্বল সম্ভাবনাময় খাত। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এগিয়ে আসছে এ সেক্টরে কাজ করার জন্য। দেশের চাহিদা মিটিয়ে এখন বাংলাদেশ এ খাতে রপ্তানি শুরু করেছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে সম্ভাবনাময় দেশ। চলমান উন্নয়নে বিশ্বের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। সফলভাবে এমডিজি অর্জন করেছে, এখন এসডিজি অর্জনের পথে বাংলাদেশ। গত বছর বাংলাদেশ আইসিটি রপ্তানি করে ১৪৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। রপ্তানি প্রবৃদ্ধি প্রায় ৩৪ শতাংশ।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বারের সঞ্চালনায় সেমিনারে মূল নিবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রোকনুজ্জামান।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন