সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রশাসনিক জটিলতায় অনিশ্চয়তায় ৫০ মেডিকেল শিক্ষার্থী

প্রশাসনিক নানা জটিলতার মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধীভুক্ত শাহ মখদুম মেডিকেল কলেজের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রায় ৫০ শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে আগামী ২০ মে থেকে ওই শিক্ষার্থীদের প্রথম প্রভিশনাল পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না।

জানা যায়, কলেজে পরিদর্শন শেষে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ২৫ জন শিক্ষার্থী ভর্তি করার অনুমোদন দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। কিন্তু সেখানে ৫০ জন শিক্ষার্থী ভর্তি করে কলেজ কর্তৃপক্ষ। পরে এই অনিয়ম রাবি কলেজ পরিদর্শকের নজরে আসার পর ২০১৬ সালে ওই সেশনের কার্যক্রম স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ দেয়।

কিন্তু সদুত্তর না পাওয়ায় কার্যক্রম স্থগিত রাখা হয়। এর মধ্যে আগামী ২০ মে প্রথম বর্ষ প্রভিশনাল পরীক্ষা বাবদ ওই শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি ও ফরম পূরণের টাকা আদায় করে কর্তৃপক্ষ। এরপর গত ৭ মে নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক আব্দুস সোবহান নিয়োগ পেলে কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার অনুমোদন চেয়ে নতুন করে আবেদন করেন।

ওই আবেদনের প্রেক্ষিতে গতকাল (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক দফতর সংশ্লিষ্টদের সঙ্গে সভায় বসে। কিন্তু সেখানে পরীক্ষা স্থগিত রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়।

এ ঘটনার পরিপ্রক্ষিতে আজ বৃহস্পতিবার (১৮ মে) ওই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও অভিভাবকরা ক্যাম্পাসে এসে কলেজ পরিদর্শককে অনুরোধ জানান। এসময় পা জড়িয়ে ধরেও পরীক্ষা দেয়ার অনুমতি চান অভিভাবক ও শিক্ষার্থীরা।

কয়েকজন অভিভাবক বলেন, কলেজ কর্তৃপক্ষ অনিময় করলে তার মাশুল আমাদের ছেলেমেয়েদের দিতে হবে কেন? তাদের প্রশাসনিক দ্বন্দ্বের কারণে তো শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট হতে পারে না। কলেজ কর্তৃপক্ষ ও রাবি কলেজ পরিদর্শক দফতর কীভাবে তাদের ঝামেলা সমাধান করবে, সেটা তাদের বিষয়, কিন্তু আমরা আমাদের সন্তানদের পরীক্ষা গ্রহণের অনুমতি চাই।

ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, আমাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি ও পরীক্ষার ফি বাবদ টাকা নেয়া হয়েছে। আমাদের শিক্ষাবর্ষ স্থগিত করা হয়েছে, সেটা আমরা জানতাম না। তাহলে প্রশাসনিক জটিলতার কারণে আমরা কেন ভুক্তভোগী হবো?

জানতে চাইলে কলেজ পরিদর্শক অধ্যাপক বিধান চন্দ্র দাস বলেন, কলেজ কর্তৃপক্ষ ওই শিক্ষাবর্ষের অধীভুক্তি নবায়ণ করেননি। তাই ওই শিক্ষাবর্ষের কার্যক্রম বন্ধ আছে। কিন্তু কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনা করে পরীক্ষা গ্রহণের অনুমতি নিতে আবেদন জানায়। তাই গতকাল মিটিং-এ মানবিক দিকটি ভেবে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়, তবে এখনই সম্ভব নয়। কারণ কর্তৃপক্ষ অধিভুক্তি নবায়ন করবে, তারপর ওই শিক্ষাবর্ষ চালু করা হবে। সেটা ছয় মাসের আগে সম্ভব নয়।

এই বক্তব্যের পর শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন এবং পরীক্ষা গ্রহণের অনুমতি দাবি করেন। তারা বলেন, আমাদের কী দোষ, আমরা কেন ছয় মাস জটে পড়বো, কর্তৃপক্ষের ভুলের মাশুল আমরা কেন দিবো, আর ছয় মাস পর পরীক্ষা তার কী গ্যারান্টি আছে।

এ বিষয়ে শাহ মখদুম কলেজের ম্যানেজিং ডিরেক্টর মনিরুজ্জামান স্বাধীন বলেন, মাঝখানে দুইমাস রাবিতে ভিসি না থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। তবে খুব দ্রত এ সমস্যার সমাধান করা হবে বলে দাবি করেন তিনি।

এর আগেও অনুমোদন ছাড়াই কলেজে শিক্ষার্থী ভর্তি করার অভিযোগ ওঠে এই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। যার কারণে তাদের ২৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছিল। এতে ক্ষিপ্ত হয়ে কলেজের সভাপতি তানোর-গোদাগাড়ি আসনের সাংসদ ওমর ফারুক তৎকালীন উপাচার্যের কার্যালয়ে এসে হুমকি-ধামকি দিয়ে যায়। পরে সিন্ডিকেট কলেজের অনুমোদন স্থগিত করেন। শেষমেষ ক্ষমা চেয়ে চিঠি দেয়ার পুনরায় কার্যক্রম চালানোর অনুমতি দেয়া হয়।

প্রসঙ্গত, ২০১৩ সালে কার্যক্রম শুরু করে কলেজটি। পাঁচ বছর মেয়াদি এমবিবিএস ও ১ বছরের ইন্টার্নশিপ ডিগ্রি কোর্স চালু আছে এই কলেজে। রাজশাহী মহানগরের খড়খড়ি বাইপাস এলাকায় এই ক্যাম্পাস।

এই সংক্রান্ত আরো সংবাদ

এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে

মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন

বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন

ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

  • হত্যাকাণ্ডসহ সব অনভিপ্রেত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা কোটা আন্দোলনকারীদের
  • নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক মূল্যায়ন ৭ ধাপ হবে
  • একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ
  • বুয়েট পাচ্ছে ১০০ কোটি টাকার ন্যানো ল্যাব  
  • শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ দিনের ছুটি শুরু কাল
  • একাদশে ভর্তির আবেদন পড়েছে ১২ লাখের বেশি
  • ৫৭ বছর বয়সে এসএসসি পাস করলেন পুলিশ সদস্য
  • জাতির পিতার স্মৃতি বিজড়িত প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • দিনাজপুর শিক্ষা বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫
  • ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৫ শতাংশ, এগিয়ে মেয়েরা
  • গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার