প্রস্তুতির নেয়ার সময় ১৬ ডাকাতকে আটক!
রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় মো. কামাল, মো. পলাশ, হৃদয় ওরফে মনির, মো. শহিদুল ইসলাম, মো. সজল, রাব্বি, মো. হাসান হৃদয়, ইউসুফ ওরফে জিসান, মো. জাহাঙ্গীর হোসেন, আব্দুল আলিম, মো. হযরত আলী, মো. শাহাবুল, মো. রহমান, মো. সবুর খান, মো. রাসেল ওরফে কাকসী রাসেল ও মো. মনির ওরফে চান্দি মনির নামের মোট ১৬ জনকে আটক করেছে পুলিশ।
রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে উপ-কমিশনার (ওয়ারি জোন) সৈয়দ নুরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ীর ধলপুর সুতিখালপাড় বালুর মাঠ থেকে ডাকাত দলের আট সক্রিয় সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, পাঁচটি ছোরা ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, একই সময় রায়েরবাগ পুনম সিনেমা হলের সামনে থেকে ডাকাত দলের আরও আট সক্রিয় সদস্যকে আটক করা হয়। তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাতি করত। তাদের কাছ থেকে দুটি প্রাইভেটকার, একটি হ্যান্ডকাফ, একটি ওয়াকিটকি, ডাকাতি করা বিভিন্ন মডেলের ছয়টি মোবাইল সেট, দুটি চাপাতি ও তিনটি ছুরি উদ্ধার করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন