প্রাথমিক সহকারী শিক্ষকরা দাবি আদায়ে আন্দোলনে যাচ্ছে
পদোন্নতি ও বেতন স্কেলে ভারসাম্য আনার দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একটি সংগঠন। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের এক বিবৃতিতে বলা হয়, ১২ দফা দাবিতে ৬ থেকে ১০ জুন কালো ব্যাজ ধারণ করবে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এছাড়া ১১ থেকে ১৪ জুন সকাল ১০টা থেকে কর্ম বিরতিতে যাবেন শিক্ষকরা।
তাদের অন্য দাবিগুলো হল- প্রধান শিক্ষকদের পরবর্তী গ্রেডেই সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ এবং সব শিক্ষককে একই শ্রেণিভুক্ত রাখা, প্রধান শিক্ষক পদে নিয়োগ বন্ধ রেখে শতভাগ পদোন্নতি চালু করা, সহকারী শিক্ষকের পদকে এন্ট্রি পদ ধরে মহাপরিচালক পর্যন্ত প্রমোশন নীতি চালু করা, চাকরিকাল ২০ বছর পূর্ণ হলে স্বেচ্ছায় অবসর সুবিধা ও পূর্ণ পেনশন চালু করা। বিবৃতিতে সারা দেশের শিক্ষকদেরকে কর্মসূচি পালনের আহ্বান জানান সংগঠনের সভাপতি শাহিনুর আল আমিন ও সাধারণ সম্পাদক মো. হালিমুজ্জামান।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন