প্রাপ্তবয়স্কদের জন্য ছবি করেছেন সানি লিওন!
এর আগে যে তিনি স্ট্রিপটিজ করেননি, এমনটা নয়! প্রাপ্তবয়স্কদের জন্য যে সব ছবি করেছেন সানি লিওন, তাতে হোটেলের ঘরে, পেন্টহাউজে, পার্টির পরে নানা বিভঙ্গে স্ট্রিপটিজ করতে দেখা গিয়েছে সানি লিওনকে। তবে, বলিউডের পর্দায় আইটেম গানে এই প্রথম! আর, সেই স্ট্রিপটিজও কোরিওগ্রাফ করলেন সানি নিজেই!
সানি লিওনকে স্ট্রিপ করতে দেখা যাবে ‘মস্তিজাদে’ ছবির আইটেম গানে। জানা গিয়েছে, গানের ছন্দে ধীরে ধীরে পোশাক খুলে বীর দাস আর তুষার কপূরকে উতলা করে তুলবেন তিনি! তবে, যে চালে স্ট্রিপটিজ করবেন সানি, সেখানে তিনি কিঞ্চিৎ টুকলির আশ্রয় নিয়েছেন। সানির এই আইটেমে তাঁকে স্ট্রিপটিজ করতে দেখা যাবে জেনিফার অ্যানিশটন আর ডেমি মুরের স্টাইলে। ঠিক যেমন চালে ‘উই আর দ্য মিলার্স’ ছবিতে জেনিফার আর ‘স্ট্রিপটিজ’ ছবিতে ডেমি মুর ভক্তদের মাতিয়েছিলেন, তারই ককটেলে এ বার পোশাক খুলছেন সানি!
কথা হল, এর আগে তো নানা ভাবে স্ট্রিপ করেছেন সানি! কী ভাবে পোশাকের এক চিলতে নামিয়ে বুকে ঝড় তুলতে হয় ভক্তদের, তাও তাঁর ভালই জানা! তবে কেন টুকলি করছেন তিনি?
উত্তরটা দিয়েছেন ছবির পরিচালক মিলাপ জাভেরি। “আমি যখনই সানিকে দৃশ্যটার কথা বললাম, ও লাফিয়ে উঠল! বলল, স্ট্রিপটিজটা ও নিজেই কোরিওগ্রাফ করবে! আরও জানাল, ওর চোখের সামনে ভেসে উঠছে জেনিফার অ্যানিশটন আর ডেমি মুরের স্ট্রিপটিজ স্টাইল! সেটাই না কি ছবির জন্য একদম ঠিকঠাক হবে!”
তা, সানি যখন বলছেন, তা-ই হবে! ভারতীয় পুরুষরা কী চায়, সেটা তো এতদিন বলিউডে থেকে ভালমতোই বুঝে গিয়েছেন তিনি! খবর-আনন্দবাজার
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন