প্রিসলির বন্ধু ও বিখ্যাত গীটারিস্ট স্কটি মোরের মৃত্যু
রকসঙ্গীতে গীটারের অগ্রদূত বলা হত বিশ্বের তুমুল জনপ্রিয় ও বিখ্যাত গীটারিস্ট স্কটি মোরকে। তারচেয়েও বড় পরিচয় হল তিনি ছিলেন মূলত ‘রক এন্ড রোল’-এর রাজা বিখ্যাত শিল্পী এলভিস প্রিসলি’র সঙ্গে গীটার বাজাতেন। আর এই বিখ্যাত স্কটি মোর মারা গেলেন ৮৪ বছর বয়সে।
দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় ছিলেন স্কটি মোর। ভগ্ন স্বাস্থ্যই তাকে মৃত্যুর দিকে নিয়ে গেছে। অবেশেষে শারিরীক আর বার্ধক্যজনিত কারণেই গত মঙ্গলবার মারা গেলেন রক সঙ্গীতে গীটারের এক প্রবীন অভিভাবক।
বিখ্যাত ‘রক এন্ড রোল’ খ্যাত তারকা শিল্পী এলভিস প্রিসলির খুব কাছের মানুষ ছিলেন স্কটি মোর। তার মূল দলের সঙ্গে গীটার বাজানো ছাড়াও ব্যক্তিগত ম্যানেজারও ছিলেন স্কটি মোর। হার্টব্রেক হোটেল, ব্লু সুইডি শো এবং জেল হাইজ রক গানগুলোতে এলভিস প্রিসলির সঙ্গে অসাধারণ বাজিয়েছেন স্কটি।
স্কটি মোরের গীটার বাজানো দেখে তার পরবর্তী সময়ে অনেকে তাকে অনুসরণ করে বিখ্যাত হয়েছেন। এরমধ্যে ‘দ্য রোলিং স্টোন’-এর বিখ্যাত গীটারিস্ট কেইথ রিচার্ড অন্যতম।
এক সময় স্কটি মোরের কাছে ঋণ স্বীকার করে এই গীটারিস্ট বলেন, আমি যখন স্কটি মোরের ‘হার্টব্রেক হোটেল’ শুনি, তখনই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি জীবনে আমি কী করতে চাই! কারণ গানটি শুনে হয়তো অনেকে এলভিস প্রিসলি হতে চেয়েছে, কিন্তু আমি ওই গানের মিউজিক শুনে আমি স্কটি মোর হতেই চেয়েছি।’
প্রসঙ্গত, মাত্র আট বছর বয়স থেকে গীটার বাজানো শুরু করেন স্কটি মোর। রোলিং স্টোনের মতে বিশ্বখ্যাত একশো গীটারিস্টের মধ্যে স্কটি মোর ২৯ নম্বর জায়গাটি দখল করে আছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন