রবিবার, মে ৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

আমাদের কন্ঠস্বর

প্রিয়মুখ পুরষ্কার জিতে নিন

মানুষের সৃজনশীল কর্মপ্রচেষ্টাকে উৎসাহ প্রদান ও অধিকতর গতিশীল করার সুনিপুন লক্ষ্যে আমাদের কন্ঠস্বর বিভিন্নমূখী পদক্ষেপ গ্রহন করে আসছে। তারই অংশ হিসেবে এখন প্রিয়মুখ পুরষ্কার প্রদান কার্যক্রম চলছে আমাদের সুপ্রিয় পাঠকদের নিয়ে। অনলাইন মিডিয়াতে এই ধরনের বিনোদনধর্মী আয়োজন এই প্রথম আমাদের কন্ঠস্বর নিউজ পোর্টালের মাধ্যমেই হতে যাচ্ছে।

আপনি প্রতিদিন আপনার নিকট থাকা ক্যামেরা, ফোন দিয়ে বিভিন্ন স্মৃতির মুহুর্তগুলোকে ছবির মাধ্যমে যত্ন করে রেখে দিচ্ছেন। ভাবছেন আপনার ছবিটা অনেক সুন্দর হয়েছে। সাথে সাথেই ফেসবুক, টুইটার ও অন্যান্য সোসাল মিডিয়াতে আপলোড দিচ্ছেন। লাইক আর কত শত কমেন্ট পেয়ে আনন্দিত হচ্ছেন। এমনিভাবে লাইক কমেন্টের পাশাপাশি আপনি যদি আরো বেশী কিছু পেতে চান, তাহলে আমাদের কন্ঠস্বর প্রিয়মুখ পুরষ্কার আয়োজনে অংশ নিন।আপনি যদি মনে করে থাকেন আপনার ফটোগ্রাফি ফেইস আসলেই সুন্দর তাহলে আর দেরী নয় পাঠিয়ে দিন আমাদের কাছে এবং জিতে নিন প্রতি সপ্তাহের সেরা পুরষ্কার।


প্রিয়মুখ পুরষ্কার কর্মসূচীর আওতায় যে সকল পদক্ষেপ নেয়া হবে:

প্রিয়মুখ দেখার ও অংশগ্রহন করার জন্য নিচের লিংকটিতে ক্লিক করে আমাদের ফেইসবুকে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আর জেনে নিন, দেখে নিন প্রতি সপ্তাহের কে হলেন প্রিয় মুখ : https://www.facebook.com/amaderkonthosor

– সেরা প্রিয়মুখ যিনি নির্বাচিত হবেন তিনি পাবেন আকর্ষনীয় পুরষ্কার।

– সেরা প্রিয়মুখ এর নির্বাচিত ছবি এবং প্রোফাইল আমাদের কন্ঠস্বর এর তারুন্যের জয়গান নিউজ ক্যাটাগরিতে/মেনু তে সম্প্রচার করা হবে।

– পুরো সপ্তাহ জুড়ে সেরা প্রিয়মুখ এর ছবি এবং প্রোফাইল আমাদের কন্ঠস্বর এর ফেইসবুক পেইজে
https://www.facebook.com/amaderkonthosor এ টপ কন্টেন্ট হিসেবে উপস্থাপনে বিবেচনা করা হবে।

– নির্বাচিত সেরা প্রিয়মুখকে আমাদের কন্ঠস্বর এর কালচারাল মিডিয়া হাউস এবং দেশের স্বনামধন্য মিডিয়াতে কাজ করার সুযোগ সৃষ্টির বিষয়টি বিবেচনা করা হবে। তবে এটি সেরা প্রিয়মুখ এর ইচ্ছা এবং দক্ষতার উপর নির্ভর করবে।

– প্রতি সপ্তাহে পাঠানো অংশগ্রহনকারীদের মধ্য থেকে ১০ জন নারী এবং ১০ জন পুরুষকে নির্বাচিত তালিকায় অন্তর্ভূক্ত করা হবে। বছর শেষে
উক্ত তালিকা থেকে লটারির মাধ্যমে নির্বাচন করে সারা দেশে ১০০ জনকে পুরষ্কার প্রদান করা হবে।

– সেরা মুখদের নিয়ে আমাদের কন্ঠস্বর বিভিন্নমূখী সামাজিক উন্নয়ন ও সাংস্কৃতিক কার্মকান্ডের পরিকল্পনা করবে এবং সেখানে অংশগ্রহনের সুযোগ প্রদান করবে।

প্রিয়মুখ পুরষ্কার প্রতিযোগিতায় অংশগ্রহন করার শর্ত ও নিয়মাবলীঃ

১. ফটোগ্রাফি ফেইস ভালো হতে হবে।

২. বিভিন্ন স্টাইলে যে কোন ব্যাকগ্রাউন্ডে আপনার নিজের ২টি ছবি/সেলফি তুলতে হবে। তারপর সেই ছবির সফট কপি [email protected] এই ইমেইল বরাবর পাঠাতে হবে। ছবির সাইজ বেশী বড় হলে গুগল ড্রাইভ ব্যবহার করে পাঠাতে পারেন। তবে ছবির রেজুলেশন যেন ভাল হয় সে বিষয়ের দিকে নজর দিতে হবে।

৩. ১৩ থেকে ৫০ বছর বয়সের যে কোন নারী-পুরুষ অংশগ্রহন করতে পারবেন।

৪. দেশ এবং দেশের বাহিরের সকল শ্রেণী/পেশার নারী-পুরুষ অংশগ্রহন করতে পারবেন।

৫. প্রিয়মুখ পুরষ্কার প্রতিযোগিতায় প্রথমবার হেরে গেলেও মন খারাপ করার কিছু নেই। পরবর্তী সপ্তাহগুলোতে ও আপনি অংশগ্রহন করতে পারবেন। কিন্ত তার জন্য আপনাকে যা করতে হবে, তা হলো প্রতিবারই নতুন স্টাইলে নতুন ছবি পাঠাতে হবে। একই ছবি ২য় বার গ্রহন যোগ্য হবে না।

৬. ছবির সাথে আপনার সংক্ষিপ্ত একটি জীবন বৃত্তান্ত লিখে পাঠাতে হবে। জীবন বৃত্তান্তে যা যা থাকতে হবে:
ক) নামঃ
খ) বয়সঃ
গ) পেশাঃ
ঘ) লম্বায় কত ফিটঃ
ঙ) ঠিকানা ও ফোন নম্বরঃ (ফোন নম্বর কেবল ব্যাক্তিগত অফিসিয়াল যোগাযোগের জন্য ব্যবহার করা হবে)
চ) শখের কাজঃ
ছ) প্রিয় খাবারঃ
জ) নারী ও শিশুর বিরুদ্ধে সহিংস আচরন বন্ধে আপনার কি করা উচিত বলে মনে করেন ?
(সংক্ষেপে এক লাইনে। তবে এই প্রশ্নের উত্তর প্রতিযোগিতার জন্য বাধ্যতামূলক নয়)

এই সংক্রান্ত আরো সংবাদ

এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে অনেক আগেই দাম্পত্যবিস্তারিত পড়ুন

বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি

ব্যক্তিজীবন নিয়ে কথা বলে বারবার শিরোনামে জায়গা করে নিয়েছেন আলোচিতবিস্তারিত পড়ুন

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা

এফডিসিতে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা করেছে কয়েকজন চলচ্চিত্র শিল্পী। সেখানকারবিস্তারিত পড়ুন

  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • সংগীত শিল্পী খালিদ আর নেই
  • কঠিন রোগে ভুগছেন হিনা খান, চাইলেন ভক্তদের সাহায্য
  • মোহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে সমাহিত হবেন সাদি মহম্মদ
  • কে কোন ক্যাটাগরিতে জিতলেন অস্কার?
  • রাজকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পরীমনির
  • মিস ওয়ার্ল্ড-২০২৪ জিতলেন ক্রিস্টিনা পিসকোভা
  • আর অভিনয় করতে পারবেন না সামান্থা!
  • তিশা থেকে জয়া আহসান, কপালে বাঁকা টিপের সেলফির রহস্য কী?