প্রিয়াঙ্কা না দীপিকা, সালমান না শাহরুখ- এগিয়ে কে?

আবারও প্রিয়াঙ্কা চোপড়াকে পেছনে ফেলে দিলেন দীপিকা পাড়ুকোন। দিন কয়েক আগে এশিয়ায় সবচেয়ে আবেদনময়ী নারীরর খেতাব পেয়েছেন তিনি।
গত চার বছর ধরে এই খেতাব পেয়ে আসছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার দীপিকা টুইটার ফলোয়ার্সদের তালিকায় প্রিয়াঙ্কাকে হারিয়ে দিলেন। এবছর সবচেয়ে বেশি যেই অভিনেত্রীকে টুইটার ব্যবহারকারীরা ফলো করেছেন, তিনি দীপিকা পাড়ুকোন।
দীপিকার পরেই আছেন প্রিয়াঙ্কা চোপড়া। দীপিকার ফলোয়ার্স ১৬.৭ মিলিয়ন। প্রিয়াঙ্কার ফলোয়ার্স ১৫.৫ মিলিয়ন। অবশ্য দু’জনেই টপ ১০ লিস্টে স্থান পেয়েছেন। লিস্টের প্রথম নামটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ২৫.২ মিলিয়ন।
তারপরেই আছেন অমিতাভ বচ্চন। তাঁর ফলোয়ার্স সংখ্যা ২৩.৮ মিলিয়ন। অমিতাভের পরেই আছেন শাহরুখ। তাঁর ফলোয়ার্স সংখ্যা ২২.৪ মিলিয়ন। লিস্টে তিনি পেছনে ফেলে দিয়েছেন সালমান খানকে। তাঁর ফলোয়ার্স ২০.৬ মিলিয়ন। এরপরেই আছেন আমির খান। ১৯.২ মিলিয়ন। এই তিন খানের পর স্থান পেয়েছেন দীপিকা। লিস্টে তিনি আছেন ষষ্ঠ স্থানে। তাঁর পর আছেন প্রিয়াঙ্কা।
অষ্টম স্থানে আছেন হৃতিক রোশন। ১৫.৫ মিলিয়ন। তারও পরে আছেন অক্ষয় কুমার (১৫.৩ মিলিয়ন) ও এ আর রহমান (১২.৭ মিলিয়ন)।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন