প্রেমিকাকে বিয়ে করতে সরাসরি প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে চিঠি লিখলো তরুণ!
প্রিয় মানুষটিকে বিয়ে করে সংসার জীবনে পা রাখার পথে অনেক বাধাই থাকতে পারে। এ জন্য পরিবার বা বন্ধুমহলের সহায়তা চাইতেই পারেন আপনি। তারাই তো শুভ কাজ সম্পন্ন করতে এগিয়ে আসেন। কিন্তু তাদের কারো ধারও ধারলেন না ভারতের চন্ডিগড়ের এক তরুণ। তিনি সহায়তা চাইলেন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে!
ওই তরুণ পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তার প্রেমিকা নার্স হিসেবে কর্মরত। মোদীর কাছে তরুণের অনুরোধ, তিনি যেন একজন প্রতিনিধি পাঠান যার কাজ হবে প্রেমিক যুগলের পরিবারকে এ বিয়েতে রাজি করানো। তার অনুরোধের ভাষা অনেকটা এরকম, ‘প্রেমিকাকে বিয়ে করতে চাই, একটু সাহায্য করবেন মোদীজি?’
এ ঘটনাকে মোটেও হালকা কৌতুক হিসাবে নেয়নি সেন্ট্রালাইজড পাবলিক গ্রিভেন্স রিড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেম। তারা চিঠিটি প্রধানমন্ত্রী অফিসে পাঠিয়ে দিয়েছে। তবে চন্ডিগড় থেকে এমন অনেক অদ্ভুত অনুরোধ যায় প্রধানমন্ত্রী বরাবর।
গ্রিভেন্স সিস্টেম থেকে বলা হয়, এমন অভিযোগ ও অনুরোধ প্রায়ই তাদের মুখে হাসি ফোটায়। তারা মোটেও বিরক্ত নন এসব চিঠিতে। একবার একজন মোদীকে অনুরোধ করলেন চন্ডিগড় পুলিশ স্টেশনে একটি হেলিকপ্টার পাঠাতে। যেন অপারাধ সংঘটনের এক স্থানে দ্রুত পুলিশ পৌঁছতে পারে। এমন আরেকজনের অভিযোগ, তার বাগান থেকে বিনা অনুমতিতে কেউ একজন ফুল চুরি করছে। কিন্তু কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
চন্ডিগড় কর্তৃপক্ষ প্রতিমাসে এমন ৪ শতাধিক চিঠি পেয়ে থাকেন। এগুলোতে চন্ডিগড়বাসীদের ব্যক্তিগত ক্ষোভ ও চাহিদার কথা লেখা থাকে।
তবে ওই তরুণের চিঠিটি আদৌ প্রধানমন্ত্রীর কাছে পৌঁছেছে কিনা, আর মোদী ব্যবস্থা নেবেন কি-না তা জানা যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন