প্রেমের প্রথম সাক্ষাত নদীতে, নদীতেই মৃত্যু

বাংলার লোক সঙ্গীতের অমর সৃষ্টি আবদুল আলীমের বিখ্যাত গান ‘প্রেমে মরা জলে ডোবে না’, এই গানটিকে ক্ষণিকের জন্য হলেও ভুল প্রমাণ করে লন্ডনের টেমস নদীতে স্পীড বোর্ড থেকে পড়ে প্রাণ হারিয়েছেন প্রেমিকা। প্রেমিক গুরুতর অবস্থায় ভর্তি রয়েছেন হাসপাতালে। ঘটনাটি ঘটেছে তাদের প্রথম ‘প্রেম-সাক্ষাত’ এর দিনে।
ইংরেজি সাহিত্যে লেখাপড়া শেষ করে জীবনটাকে দারুণভাবে উপভোগ করতে চেয়েছিলেন ২৪ বয়সী কিশোরী চার্লোট ব্রাউন চার্লি। পেশায় ছিলেন পাইলট। ঘুরে বেড়াতেন আকাশ থেকে আকাশে। ভ্রমণ পিপসু আর আনন্দময় জীবনটাকে উপভোগ করতে চেয়েছিলেন চার্লি।
এর ধারাবাহিকতায় একটি ডেটিং সাইট থেকে ২৯ বয়সী ইস্ট লন্ডনের এক ব্যবসায়ীকে প্রেমিক হিসেবে বেছে নেন চার্লি। বেশ কিছুদিন ইন্টারনটে যোগাযোগ হলেও সম্প্রতি তারা দেখা করার সিদ্ধান্ত নেন।
কিন্তু বিধাতার কি নির্মম পরিহাস প্রথম সাক্ষাতেই মৃত্যুর মুখোমুখি হতে হবে ভেবেছিলেন কি তারা? ইস্ট লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে ডিনারও করেন ওই যুগল।
বিপত্তি ঘটে ঠিক এর পরেই….ভালবাসার বাধ আওয়াজে সাড়া দিতেই বোধ হয় লন্ডনের টেমস নদীতে স্পীডবোর্ডে ঘুরতে চেয়েছিলেন ওই যুগল। মাঝ নদীতে থাকার এক পর্যায়ে যান্ত্রিক ক্রুটির কারণে স্পীডবোর্ডটি নষ্ট হয়ে যায়। কূল কিনারা না পেয়ে দু’জনই ঝাঁপ দেন নদীতে।
ঘন্টাখানেক পরে স্থানীয় কোস্টগার্ড পুলিশ ও একটি হেল্টিকপ্টার পুলিশের দল সাউথ ইস্ট লন্ডনের একটি ব্রীজের কাছ থেকে প্রেমিক যুগলকে অজ্ঞান অবস্থায় পায়।
নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চার্লিকে মৃত ঘোষণা করে ডাক্তাররা। অন্যদিকে এখনো হাসপাতালে নীবিড় পর্যবেক্ষণে রয়েছেন ছেলেটি।
এদিকে, চার্লির বোন কেটি জানিয়েছে, চার্লি কখনো স্পীড বোর্ডে উঠেনি, এমনকি সাঁতারও জানে না, বোধহয় সে খুবই উদ্দীপ্ত থাকায় লাইভ জ্যাকেট পড়তেও ভুলে গিয়েছিল। ওর হাসি মুখ খানি আমরা সব সময় মিস করব।
কোস্ট গার্ড পুলিশ জানিয়েছে, স্পীডবোর্ডের ক্রটির কথা।তবে চার্লির বয় ফ্রেন্ড সুস্থ হয়ে উঠলে তার কাছ থেকেই সত্য ঘটনাটি জানবে পুলিশ কর্তৃপক্ষ।
এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন