প্রেমে প্রত্যাখ্যানের জেরে ধর্ষণ! বাধা দেওয়ায় ব্লেড দিয়ে আক্রমণ!
রবিবার রাত ৮টা নাগাদ একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি মামার বাড়িতে যাচ্ছিলেন। অভিযোগ, রাস্তাতেই তাঁর উদ্দেশে অশালীন মন্তব্য করতে থাকে তপু। এরপর হাত ধরে টেনে একটি ঝোপের পাশে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে সে।
প্রেমে প্রত্যাখ্যানের জেরে নিউটাউনের বাসিন্দা এক তরুণীকে ধর্ষণ করার অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, তরুণী ধর্ষণে বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁর হাত ব্লেড দিয়ে ফালাফালা করে দেওয়া হয়। অভিযুক্ত যুবক তপু হাওলাদারের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিউটাউন থানার পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, ওই তরুণী নিউটাউনের যাত্রাগাছির কাছে থাকেন। রবিবার রাত ৮টা নাগাদ একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি মামার বাড়িতে যাচ্ছিলেন। অভিযোগ, রাস্তাতেই তাঁর উদ্দেশে অশালীন মন্তব্য করতে থাকে তপু। এরপর হাত ধরে টেনে একটি ঝোপের পাশে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে সে। তরুণী বাধা দিতে গেলে তপু পকেট থেকে ব্লেড বার করে তাঁরা দু’টি হাতই ফালাফালা করে দেয়। অভিযোগ, পুলিশে যোগাযোগ না করতে হুমকি দেয় তপু। এরপর ওই তরুণী চিৎকার করলে সে পালিয়ে যায়।
স্থানীয়দের থেকে ঘটনাটি জানতে পেরে তরুণীর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নির্যাতিতাকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান। এরপর রাত সাড়ে ১২টা নাগাদ নিউটাউন থানায় তপুর বিরুদ্ধে এফআইআর হয়। অভিযোগ পেয়েই ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণ এবং আক্রমণের অভিযোগে মামলা রুজু করা হয়।
সূত্রের খবর, রাতে ওই যুবকের বাড়িতে হানা দেয় নিউটাউন থানার পুলিশ। কিন্তু তার খোঁজ মেলেনি। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।
সোমবার বিধাননগর মহকুমা আদালতে ওই তরুণীর শারীরিক পরীক্ষা হয়েছে। আজ, মঙ্গলবার তাঁর ফরেন্সিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তরুণীর পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই তপু তাঁকে উত্যক্ত করছিল। এ নিয়ে তরুণীর আত্মীয়দের সঙ্গে তার একাধিকবার বচসাও হয়েছে। কিছুদিন আগে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয় সে। স্থানীয় বাসিন্দা এবং তরুণীর পরিবারের পক্ষ থেকে তাকে এ নিয়ে সতর্ক করা হয়। অভিযোগ, সেই ক্ষোভেই তরুণীকে ধর্ষণ করেছে তপু।
স্থানীয় সূত্রের খবর, এর আগেও তপুর বিরুদ্ধে নিউটাউন থানায় একাধিক অসামাজিক কাজের অভিযোগ রয়েছে। এলাকার বাসিন্দাদের দাবি, পেশায় রাজমিস্ত্রির সহকারীর কাজ করা ওই যুবক প্রায়শই মত্ত অবস্থায় এলাকায় ঝামেলা করে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন