প্রেম প্রত্যাখ্যান করায় মারপিট, গ্রেফতার ১
বগুড়ার গাবতলীতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রী ও তার মাকে মারপিট করেছে রুহুল আমিন রুয়েল নামে এক কলেজছাত্র।
রোববার সকালে উপজেলার সুখান পুকুর এলাকা থেকে কলেজছাত্র গ্রেফতার করে।
রুয়েল গাবতলী উপজেলার সুখানপুকুর গ্রামের নুরুল আলমের ছেলে সরকারি আজিজুল হক কলেজের অনার্স (রসায়ন) তৃতীয় বর্ষের ছাত্র।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, রুয়েল দীর্ঘদিন ধরে দশম শ্রেণির ছাত্রীকে উত্যাক্ত করে আসছিল।
বিষয়টি অভিভাবকদের বলার পরও তাকে শাসন করা হয়নি। ছাত্রী প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় রুয়েল ক্ষুব্ধ হয়।
গত বৃহস্পতিবার ওই ছাত্রী স্কুল থেকে ভ্যানে বাড়িতে ফিরছিল। পথে রুয়েল তাকে ভ্যান থেকে নামিয়ে মারপিট করে। ছাত্রী বাড়িতে ফিরে তার মাকে বিষয়টি জানালে মা নাসিমা আকতার মেয়েকে নিয়ে মুরুব্বীদের কাছে নালিশ করতে যান।
এদিকে রাস্তায় ওঁৎপতে থাকা রুবেল ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে মা ও মেয়েকে মারপিট করে পালিয়ে যায়। জনগণ তাদের উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।
এ ব্যাপারে ওই ছাত্রী শনিবার গাবতলী থানায় রুয়েলের বিরুদ্ধে মামলা করে। পুলিশ রোববার সকালে সুখান পুকুর এলাকা থেকে রুয়েলকে গ্রেফতার করে।
গাবতলী থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সম্পর্কে চাচা কলেজ ছাত্র রুয়েল ওই ছাত্রীকে ও পরে মার মাকে মারপিট করে। বখাটেকে গ্রেফতার করা হয়েছে।
তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সত্যতা স্বীকার করেছে। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি আদায়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন
বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন
বিএনপি সভাপতি কারাগারে, শনিবার বগুড়ায় অর্ধ দিবস হরতাল
সরকারের বিভিন্ন সময়ে দায়ের করা মামলায় বগুড়া জেলা বিএনপি সভাপতিবিস্তারিত পড়ুন