বুধবার, অক্টোবর ৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রেম-যৌনতা-কেরিয়ার সবকিছু নিয়েই বোমা ফাটালেন দুই রণবীর

‘কফি উইথ কর্ণ’তে একসঙ্গে উপস্থিত ছিলেন দুই রণবীর। কপূর এবং সিংহ।

তাঁদের প্রতিদ্বন্দ্বিতার গল্প শোনা যায়। আবার তাঁরা নাকি একসঙ্গে পার্টিও করেন! ‘কফি উইথ কর্ণ’এর সবচেয়ে হ্যাপেনিং পর্বটা বোধহয় রবিবার সন্ধেবেলা হয়ে গেল। যেখানে একসঙ্গে উপস্থিত ছিলেন দুই রণবীর। কপূর এবং সিংহ। প্রেম-যৌনতা-কেরিয়ার সবকিছু নিয়েই বোমা ফাটালেন দুই রণবীর।

কর্ণ যখন কাত
তাঁকে কথায় টেক্কা দেওয়া মুশকিল। কিন্তু দুই রণবীরই কর্ণ জোহরকে রীতিমতো ‘বুলি’ করলেন। পর্বের শুরুতেই বোমাটা ফাটালেন রণবীর কপূর। বললেন, ‘‘আমাদের জীবনের গোপন তথ্যগুলো প্রকাশ করে কর্ণ এক কোটি টাকা নিয়ে যাবে। আর আমাদের ভাগ্যে জুটবে মোটে পাঁচ হাজার টাকার হ্যাম্পার! সেখানেও শেষ নয়, এখানে বলা কথাগুলো নিয়ে গোটা বছর আমাদের ভুগতেও হবে।’’ শো’এর শুরুতেই কপূর আর সিংহ ঠিক করে নিয়েছিলেন কর্ণকে নাকাল করে ছাড়বেন। কর্ণও থাকতে না পেরে রণবীর সিংহকে বলে বসেন, ‘‘ইন্ডাস্ট্রির সিনিয়র পরিচালক হিসেবে একটু তো মান্য করা উচিত আমায়!’’ জবাব এল, ‘‘তাহলে সিনিয়রের মতো আচরণ করো।’’ একেবারে চেকমেট!

দীপিকা ফ্যাক্টর
দুই রণবীর যখন হাজির তখন দীপিকা পাড়ুকোনকে নিয়ে কথা হবে না, এটা অসম্ভব! কর্ণ অবশ্যই সুযোগটা ছাড়লেন না। তবে খুব একটা লাভ হল না। কপূর শুরুতেই জানিয়ে দিলেন, দীপিকার সঙ্গে তাঁর প্রেম পর্বটা আট বছর আগের কথা। এখন তার কোনও রেশ নেই। কর্ণের সব কিছুতে সেই প্রসঙ্গটা টেনে না আনাই উচিত! কর্ণ এরপর রণবীর সিংহকে খোঁচাতে শুরু করেন। তাঁকে জিগ্যেস করেন, ‘‘তুমি রণবীর কপূর আর দীপিকা মিলে পার্টিও করেছে। কখনও ওদের পুরনো সম্পর্ক নিয়ে অস্বস্তি হয়নি?’’ রণবীর সিংহের সটান জবাব, ‘‘হয়নি। হওয়ার কথা ছিল বুঝি?’’ তাঁকে সমর্থন করলেন কপূর। দুই নায়ককেই প্রশ্ন করা হয়েছিল, এই প্রজন্মের সেরা অভিনেত্রীর তালিকায় কাকে রাখবেন। কপূর জবাবে আলিয়া ভট্ট আর অনুষ্কা শর্মার নাম বললেন। সিংহ বললেন, ‘‘দীপিকা চিরকালীন সেরা। আর আলিয়া এখনকার মধ্যে।’’ বোঝা গেল, প্রেমটা জমাটি! মাঝে যতই তাঁদের দু’জনের বিচ্ছেদের খবর রটুক না কেন, ‘কফি উইথ কর্ণ’এর এই এপিসোড দেখে সেই সন্দেহ আর থাকার কথা নয়। দিনকয়েক আগেই অম্বানি পরিবারের একটি বিয়েতে রণবীর সিংহ আর দীপিকাকে হাত ধরাধরি করে বেরতে দেখা গিয়েছে। দীপিকাকে এখানে ‘ম্যারেজ মেটিরিয়াল’ বলেও আখ্যা দিলেন সিংহ। রণবীর কপূরের মতেও দীপিকা আর রণবীর সিংহ একে অপরের পরিপূরক। বললেন, ‘‘ওদের দু’জনকে স্ক্রিনেও খুব ভাল লাগে।’’

সেক্স থেকে সিঙ্গলহুড
কর্ণ আর রণবীর কপূর দু’জনেই জানালেন, তাঁরা সিঙ্গল। রণবীর সিংহ কিন্তু নিজের স্টেটাস খোলসা না করে বললেন, ‘‘আরে, ফেসবুকেও স্টেটাস দেওয়া বাধ্যতামূলক নয়। এখানে

কেন বলব!’’ তবে দুই রণবীরই জানালেন, সিঙ্গল থাকাটা মোটেই কাজের কথা নয়।‘‘কাজের শেষে নিজের কাছের মানুষটার সঙ্গে দেখা করার যে তাগিদ, সেই অনুভূতিটা সবচেয়ে সেরা,’’ বললেন রণবীর সিংহ। কপূরও তাই মনে করেন। কিন্তু আপাতত ফাঁকা বাড়িতেই ফিরতে হচ্ছে তাঁকে। ক্যাটরিনার প্রসঙ্গ অবশ্য শো’এ সেভাবে উত্থাপন করেননি কর্ণ। রণবীর আর ক্যাটের ব্রেকআপের ঘটনাটা তিনি বাকিদের তুলনায় অনেকটাই বেশি জানেন। ক্যাটের ‘চিকনি চামেলি’র স্টেপ কিন্তু দারুণ নকল করে দেখালেন দুই অভিনেতা! সেট’এ যখন দুই রণবীর এবং কর্ণের মতো ‘ফাজিল’ উপস্থিত তখন সেক্স প্রসঙ্গে আলোচনা হবে না, সেটা হতে পারে না। আবেগ ছাড়া যৌন সম্পর্ক তাঁর কাছে মাস্টারবেশনের মতো বলে মন্তব্য করলেন রণবীর কপূর। তিনি নাকি পর্নোগ্রাফি দেখতে মোটেই ভালবাসেন না। পর্ন তাঁর কাছে অস্বাস্থ্যকর। পাশ থেকে সিংহ ফুট কেটে বললেন, ‘‘ভাই, তুই ভাল পর্ন দেখিসনি বলে আমার মনে হচ্ছে!’’ এই কথায় সায় দিলেন কর্ণও।

যখন তাঁরা প্রতিপক্ষ
দু’জনের কেউই অবশ্য প্রতিদ্বন্দ্বিতার কথা স্বীকার করলেন না। দু’জনেই দু’জনকে এই প্রজন্মের সেরা অভিনেতা বললেন। তবে কেরিয়ারের দিক থেকে সিংহ এই মুহূর্তে কপূরের চেয়ে এগিয়ে। তা-ও ভাগ্যিস ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ হিট করেছে! নয়তো রণবীর কপূরের কেরিয়ার বিশ বাঁও জলে থেকে ওঠার নামই নিচ্ছিল না। রণবীর সিংহ কিন্তু কপূরের প্রশংসায় বললেন, ‘‘ওর কয়েকটা ছবি না চলতে পারে। কিন্তু ও কোনও ছবিতে খারাপ অভিনয় করেছে, এটা কেউ বলতে পারবে না।’’

রণবীর সিংহের কাছে সঞ্জয় লীলা বনশালী গডফাদারের মতো। কেরিয়ারের সেরা ছবি তিনি বনশালীর থেকেই পেয়েছেন। ‘রামলীলা’, ‘বাজিরাও মস্তানি’র পর সঞ্জয়ের ‘পদ্মাবতী’তেও রয়েছেন তিনি। অন্যদিকে কপূরের সঙ্গে বনশালীর সম্পর্কটা এখন আর ততটা সহজ নয়। যদিও তাঁকে লঞ্চ করেছিলেন বনশালীই। ‘‘সঞ্জয়ের সঙ্গে ছবি করাটা ভাগ্যের ব্যাপার। কিন্তু উনি চিত্রনাট্য খুব একটা খোলসা করেন না। আর মাঝপথে অনেক কিছু বদলে দেন,’’ মন্তব্য কপূরের। তাঁর পছন্দের পরিচালক জিগ্যেস করলে রণবীর কপূর নাম নেন, অয়ন মুখোপাধ্যায়ের।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত