পড়াশোনা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধ্যায়-৫
বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
৩২। কোনো নির্দিষ্ট সময় ব্যবধানে নয় বরং প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় কোন ধরনের নির্বাচন অনুষ্ঠিত হয়?
ক. উপনির্বাচন খ. গণভোট
গ. সংসদ নির্বাচন ঘ. পৌরসভা নির্বাচন
৩৩। জেলা পরিষদে সংরক্ষিত আসনে কতজন মহিলা নির্বাচিত হন?
ক. ৩ জন খ. ৪ জন
গ. ৬ জন ঘ. ৭ জন
৩৪। বাংলাদেশের পার্বত্য জেলা কোনটি?
ক. বান্দরবান খ. ময়মনসিংহ
গ. ফেনী ঘ. চাঁদপুর
৩৫। বাংলাদেশের পার্বত্য জেলা কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
৩৬। নির্বাচন পরিচালনার দায়িত্ব কার ওপর ন্যস্ত?
ক. জাতীয় সংসদ
খ. সিটি করপোরেশন
গ. নির্বাচন কমিশন
ঘ. স্থানীয় সরকার মন্ত্রণালয়
৩৭। জেলা পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয়?
ক. ১৫ জন খ. ২০ জন
গ. ২১ জন ঘ. ২২ জন
৩৮। জাতীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও কমিশনার পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য কমপক্ষে কত বছর বয়স্ক হতে হবে?
ক. ২১ বছর খ. ২৫ বছর
গ. ৩০ বছর ঘ. ৩৫ বছর
৩৯। গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য—
i. সামরিক শাসন ii. অবাধ সুষ্ঠু নির্বাচন
iii. পক্ষপাতমূলক ভোটাধিকার
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii.
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৫
32. L 33. M 34. K 35. L 36. M 37. M 38. L 39. M|
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন