ফরমেটের বাইরে কাজ করছি : শুভ
‘চলচ্চিত্রে অভিনয়ের সময় নায়ক-নায়িকার নির্দিষ্ট ফরমেট আছে, সেই ফরমেটেই অভিনয় করতে হয়, কিন্তু এই ছবিতে কোনো ফরমেট পাচ্ছি না। এখানে আমি নায়ক নই, শুধুই একটা চরিত্র।’ ‘ভালো থেকো’ ছবির শুটিংয়ের ফাঁকে নিজের কাজের বিষয়ে এভাবেই কথা বলেন চিত্রনায়ক আরিফিন শুভ।
জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’ ছবিটির শুটিং চলছে বিএফডিসির মুক্তিযোদ্ধা জসিম ফ্লোরে। ছবিটির মূল ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ ও তানহা তাসনিয়া। আগামী ২৬ তারিখ পর্যন্ত টানা শুটিং চলবে বিএফডিসিতে। শুভ মনে করেন- এই ছবির মাধ্যমে দীর্ঘদিনের ছবির ফরমেটের বাইরে কাজ করছেন তিনি।
শুভ বলেন, ‘নতুন কিছু শিখছি এই ছবিতে কাজ করে। একটা পরিবার, যেখানে মা-বাবা, ভাইবোন সবাই আছে। আমি পরিবারের অংশ মাত্র। আর নায়িকা হচ্ছে আমার বেয়াইন। একটি পরিবারে বেয়াইনের সাথে যেমন দুষ্টুমি হয়, তাই এখানে শুটিং করতে হচ্ছে। প্রত্যকটি চরিত্র নিজের মতো করে কাজ করছে। যেন অভিনয়ের কোনো বালাই নেই। চরিত্র প্লে করতে পারলেই হলো।’
তাহলে কাজ করতে অনেক সহজ মনে হচ্ছে কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না বিষয়টা হচ্ছে অনেক বেশি ডেডিকেশন নিয়ে কাজ করতে হচ্ছে। বিষয়টা আমার কাছে একেবারেই নতুন। এর আগে নায়কের ভূমিকায় কাজ করেছি। চলচ্চিত্রে নায়ক-নায়িকার একটা ফরমেট আছে, সেই ফরমেট শুধু প্লে করতে পারলেই হতো। কিন্তু এই ছবিটি ফরমেটের বাইরে একটি কাজ। এখানে নায়কের মতো আচরণ করলে হবে না। চরিত্রটা ফুটিয়ে তুলতে হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি আমজাদ হোসেন ও কাজী হায়াতের মতো শক্তিশালী অভিনেতাদের সাথে বেশ কিছু দৃশ্য করেছি। উনারা যখন অভিনয় করেন তখন আমারও ডায়ালগ দিতে গিয়ে এমনিতেই কাজ হয়ে যায়। আমার কাছে অনেক বড় পাওয়া এমন শিল্পীদের সাথে কাজের সুযোগ পেয়েছি।’
‘ভালো থেকো’ চলচ্চিত্রে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন তানিন সোবাহ। ‘দি অভি’ কথাচিত্র প্রযোজিত এই ছবিতে আরো অভিনয় করছেন রেবেকা, এম এ শহীদ ও আসিফ ইমরোজ।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন