ফরিদপুরে ডাকাতদের সংঘর্ষ, নিহত ২
ফরিদপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই দল ডাকাতের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই ডাকাত নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও আটটি হাতবোমা উদ্ধার করে পুলিশ।
বুধবার রাত ১টার দিকে দুই দল ডাকাতের সংঘর্ষ হয় বলে পুলিশ দাবি করেছে। তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিম উদ্দিন জানান, রাত ১টার দিকে সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের শহরতলীর বাইপাস সড়ক এলাকার পিয়ারপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুইদল ডাকাত ‘বুন্দুকযুদ্ধে’ লিপ্ত হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে থেকে দুই ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি জানান, এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল দুই রাউন্ড গুলি ও ৮টি হাত বোমা উদ্ধার করা হয় ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফরিদপুরে সাত বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষণকারী আটক
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় সাত বছরেরবিস্তারিত পড়ুন
ফরিদপুরে প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২
ফরিদপুরে প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণির এক ছাত্রীকে দলবেঁধে ধর্ষণেরবিস্তারিত পড়ুন
নদীতে ডুবে প্রাণ গেল চার শিশুর
ফরিদপুরের নগরকান্দায় কুমার নদে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজবিস্তারিত পড়ুন