শুক্রবার, মে ১৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

ফার্ষ্ট দেখাতে পছন্দের মানুষের দৃষ্টি কাড়তে যা করা উচিত

প্রথম দেখব বলে, নির্ঘুম নিশি কাটিয়েছি আমি..ভোরের কুয়াশা ভেদ করে আসা মিষ্টি মিহির প্রভায় নয়নখানি চাইনি জুড়াতে। শুধু তোমায় প্রথম দেখব বলে।।

প্রথম দেখব বলে,

প্রতিদিনের মত বারান্দার টবের ফটুন্ত ফুলের ডগায় থাকা একবিন্দু শিশির দেখিনি সেদিন.. ভোমরের গুঞ্জনের মত স্পন্দনরত হৃদযন্ত্রে স্পর্শ করার সাহস করেনি সেদিন। শুধু তোমায় প্রথম দেখব বলে।।
প্রথম দেখব বলে,
সকাল হতে সন্ধ্যা অবধি লেখা হয়নি কোন কবিতার ছন্দ.. অপেক্ষার প্রহর কাটেয়েছি আমি অলস কিছু রঙিন কল্পনার মাঝে।

প্রথম দেখা নিয়ে কত গান কত কবিতা,কথায় বলে প্রথম দেখার ইম্প্রেশান কাজ করে সারাজীবন । একজন নারীর চোখে আকর্ষণীয় পুরুষ হতে কে না চায়?

ইংরেজিতে একটা কথা আছে ‘ You never get a second chance to not give a crap about making a good first impression.’

বিশেষজ্ঞরা বলছেন, প্রথম কথাবার্তাতেই মেয়েরা কারো আত্মবিশ্বাস ও বিভিন্ন বিষয়ে ইতিবাচক ও নেতিবাচক মতামত জানার চেষ্টা করে। আজ সময়ের কণ্ঠস্বরের পাঠকদের জন্য থাকছে সেই তথ্যগুলো……………

পরিচয়ের প্রথম দেখায় মেয়েরা সাধারণত ছেলেদের কিছু ব্যাপার পর্যবেক্ষণে ব্যস্ত থাকে। এ পর্যবেক্ষণের ভিত্তিতেই ভবিষ্যৎ যোগাযোগের দ্বার খুলে যায়। মেয়েরা যে সব বিষয়ে লক্ষ্য রাখে:

প্রথম দর্শনের কয়েক সেকেন্ডের মধ্যেই ছেলেদের উচ্চতা, ফিগার, চুল, চোখ ইত্যাদি। এ ছাড়াও রয়েছে দাড়ি-মোচ, নোখ ইত্যাদির পরিচ্ছন্নতা।
এর পরের কয়েক সেকেন্ড ছেলেদের ফ্যাশন ও স্টাইল লক্ষ করে মেয়েরা। আপনার পোশাক পরার ধরন থেকে ব্যক্তিত্ব নির্ণয় করার চেষ্টা চলে।
মেয়েরা পছন্দ করে নিজস্ব মতামত ও দৃষ্টিভঙ্গী আছে এমন সাহসী ও আত্মবিশ্বাসী ছেলে।

বুকের লোমঃ
যাদের বুকে লোম থাকে তাদের বেশিরভাগ মেয়ে খুব পছন্দ করে । বুকে লোম না থাকলে আপনাকে ১৩ বছর বয়সের বালকের মতই দেখাবে ।
পেটের চর্বিঃ
সব মেয়েরাই যে হার্ড অ্যাবস পছন্দ করে তা কিন্তু নয় । পেটে সামান্য চর্বি থাকাটা বিশেষ মুহূর্তের জন্য কিছুটা ভাল । কিন্তু তাই বলে যে ভুঁড়ি বাগানোও ভাল তা কিন্তু নয় । ভুঁড়ি বেশিরভাগ মেয়েই পছন্দ করে না ।

চশমাঃ
আপনার যদি চোখে সমস্যা নাও থাকে, মোটা রিমের পাওয়ারলেস চশমা ব্যবহার করুন । দেখা গেছে, চশমা পরিহিতদের প্রতি মেয়েরা আলাদা ধরনের ফিলিংস অনুভব করে ।

ট্যাটুঃ
শরীরে ট্যাটু থাকা অন্যরকম যৌনাবেদন সৃষ্টি করে । বিশাল ট্যাটু নয়, ছোট ধরনের ট্যাটু । হাতে, পিঠে বা বুকে । (এটি অবশ্য আমাদের দেশের সংস্কৃতিতে খুব একটা প্রযোজ্য নয় )

টাকঃ
বলা হয়ে থাকে, টাক ব্যাক্তিরা বেশি পুরুষালি হয়ে থাকে । তবে সব মেয়েরা এটা পছন্দ করে না ।

পারফিউমঃ
পারফিউম ব্যাবহার, মিলনের আগে ভাল করে সুগন্ধি সাবান দিয়ে গোসল করা আলাদা ধরনের যৌনাবেদন সৃষ্টি করে । সেক্সের সময় দুর্গন্ধ আসলেই কাম্য নয় ।

চুলঃ

গভীর সম্পর্ক তৈরির আগে চুলে তেল দেবেন না বা থাকলেও শ্যাম্পু করে ফেলবেন । উত্তেজনায় মেয়েরা অনেকসময়েই সঙ্গীর চুল খামচে ধরে । তখন তার হাতে যদি একগাদা তেল উঠে আসে তবে কি সেটা বিব্রতকর হবে না?????
নখঃ
আপনার হাতের এবং পায়ের নখ কেটে রাখুন । মিলনের সময় বড় নখ বেশিরভাগ সময় বিব্রতকর অভিজ্ঞতা ছাড়া কিছু দেয় না ।

আপনি যত বেশি যোগাযোগে দক্ষ হবেন, তত বেশি সে আপনার সম্পর্কে জানতে পারবে। এভাবেই আপনার যোগাযোগে দক্ষতা সে লক্ষ করবে। এতে আন্তরিক হতে হবে ও কোনোকিছু চাপিয়ে দেয়া যাবে না।

যেসব ছেলেদের ভালো সেন্স অফ হিউমার আছে তাদের মেয়েরা পছন্দ করে। এজন্যই রসিকতা করতে সক্ষম ছেলেদের সঙ্গ মেয়েদের বেশি পছন্দ। প্রথম কথাবার্তা এজন্য হালকা ও মজার কোনো বিষয় দিয়ে শুরু করাই ভালো। নোংরা কথা ও জোকস এড়িয়ে সুস্থ বিষয় নিয়ে আলোচনা করে বোনাস পয়েন্ট সংগ্রহ করা সম্ভব। কোন এক ফাঁকে শুনিয়ে দিতে পারেন এমন কবিতাও…..

সেই কবে এক জ্যৈষ্ঠের সন্ধ্যারাতে
চোখ মেলে দেখেছিলাম আমি;
প্রথম আলোয় প্রথম দেখা,-
নিজেকেই ।
সেই শুরু, তারপর থেকে সবার অলক্ষ্যে
সবকিছুর আড়াল ছিঁড়ে
আমি নিজেকেই খুঁজি
নতুন নেশায় ।
ঘুমে -জাগরণে, ধ্যানে-কল্পনায়
আমার নিত্য সহচর- সে আমার ‘আমি’,
গভীর দৃষ্টি ফেলে নিবিষ্ট ঋষির মতোন
আমি চেয়ে থাকি নিজের অন্তর খুলে,-
পড়ে যাই পাতার পর পাতা রুদ্ধশ্বাসে ।
অথবা অবাক বিস্ময়ে দেখি-
জাগতিক সবকিছু আর আমার অন্তর মিলেমিশে
একই সুরে গায় গুণগান
একই স্রষ্টার !

আমি তো শুধু নিজেকেই দেখি,
সেই কবে এক জ্যৈষ্ঠের সন্ধ্যারাতে
চোখ মেলে দেখেছিলাম আমি;
প্রথম আলোয় প্রথম দেখা –
নিজেকেই।

এই সংক্রান্ত আরো সংবাদ

মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে

চুয়াডাঙ্গায় ১৮ দি‌ন ধ‌রে অব্যহত র‌য়ে‌ছে তীব্র থে‌কে অ‌তি তীব্রবিস্তারিত পড়ুন

যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি

চট্টগ্রাম বিভাগে টানা দুই দিন এবং সিলেট বিভাগে টানা তিনবিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম

একদিন না যেতেই আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে জুয়েলারিবিস্তারিত পড়ুন

  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?
  • ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়
  • তরমুজ খেলে কি সত্যিই ওজন কমে?
  • মিস ওয়ার্ল্ড-২০২৪ জিতলেন ক্রিস্টিনা পিসকোভা
  • তিশা থেকে জয়া আহসান, কপালে বাঁকা টিপের সেলফির রহস্য কী?
  • ডিম সেদ্ধ নাকি ভাজা, কোন ভাবে খেলে মিলবে বেশি পুষ্টি
  • ছুটিতে ঘুরে আসুন ‘শ্যামল বাংলা’
  • ঘ্রাণেই সতেজতা
  • গরম শেষে প্রশান্তির বৃষ্টি
  • কেমন চশমা কোন মুখে