ফিক্সিং নিয়ে ম্যাথিউসকে জিজ্ঞাসাবাদ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কার একটি ম্যাচ ঘিরে ফিক্সিংয়ের সন্দেহ ডালপালা মেলেছে। ঘটনার তদন্তে নেমে ম্যাথিউসকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
গলে গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচে ক্রিকেটারদের ফিক্সিংয়ের প্রস্তাব দেয়া হয়। সেই ঘটনায় পুলিশের অর্থ অপরাধ তদন্ত বিভাগ এই জিজ্ঞাসাবাদ করছে।
কলম্বোতে জিজ্ঞাসাবাদ শেষে ম্যাথুস বলেন, ‘এটি কোনো তদন্ত নয়, মূলত খেলোয়াড়দের সঙ্গে কি ধরনের যোগাযোগ করা হয়েছে সে সম্পর্কেই জানতে চাওয়া হচ্ছে।’
ম্যাথুস জানিয়েছেন, তাকে কুশাল পেরেরা ও রঙ্গনা হেরাথের বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে। এই দুজনকে গল টেস্ট ফিক্সিংয়ের প্রস্তাব দেয়া হয়েছিল। দুজনেই ৭০ হাজার ডলারের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ওই ম্যাচে স্পিনার হেরাথ ১০ উইকেট লাভ করেন। লঙ্কান ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকারার এক আনুষ্ঠানিক অভিযোগ প্রদানের পরই এই জিজ্ঞাসাবাদের উদ্যোগ নিয়েছে দেশটির পুলিশ।
গত মঙ্গলবার শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড বোলিং কোচ অনুশা সামারানায়েককে দুই মাসের জন্য নিষিদ্ধ করেছে। একইসঙ্গে তাকে খণ্ডকালীন চাকরি থেকে বরখাস্ত করেছেন। নেট বোলার বিশ্বজিতের বিরুদ্ধে খেলোয়াড়দের ঘুষ প্রদানের চেষ্টার অভিযোগ রয়েছে। পুলিশ ইতিমধ্যে পেরেরা ও হেরাথের বক্তব্য রেকর্ড করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন