ফিরে গেলেন ইমরুল কায়েসও
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ধীর স্থির থাকার ইঙ্গিত দিচ্ছে না বাংলাদেশ। শুরুতেই উইকেট হারিয়ে বসেছে টাইগাররা। দলীয় ২২ রানে জশ হ্যাজেলউডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন ওপেনার সৌম্য সরকার (৩)।
উল্টো দিকে একটু আক্রমণাত্মক ভঙ্গিতেই খেলছেন তামিম। ব্যাট করছেন ২৩ রানে। প্রথম উইকেটের পতনের পর খুব বেশি দেরি হয়নি দ্বিতীয় উইকেটের পতনে। দলীয় ৩৭ রানে কভার পয়েন্টে প্যাট কামিন্সের বলে সরাসরি ক্যাচ দিয়ে বিদায় নেন ইমরুল কায়েস। বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৭ রান।
এর আগে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছে ইংল্যান্ডের বিপক্ষে। অস্ট্রেলিয়াও তাদের প্রথম ম্যাচে পায়নি জয়ের দেখা, নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায়। লন্ডনের ম্যাচটিতে তাই দুদলই আছে জয়ের জন্য মুখিয়ে।
এই ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে একটি বদল। মোসাদ্দেক হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অস্ট্রেলিয়া দলেও পরিবর্তন একটিই। পেসার জন হ্যাস্টিংসের জায়গায় একাদশে এসেছেন স্পিনার অ্যাডাম জাম্পা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন