ফিরে পাওয়ার লড়াই মুশফিকের

অনেক দিন ধরে ব্যাট হাতে আলো ছড়াতে পারছেন না বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। বিপিএল থেকে শুরু করে টি২০ বিশ্বকাপেও রান খরায় ছিলেন তিনি। তবে আগামী ২২ এপ্রিল থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল)। আসন্ন প্রিমিয়ার লিগে ব্যাট হাতে নিজেকে আবার ফিরে পেতে চান বলে জানিয়েছেন মুশফিক।
বেশ কিছুদিন ধরেই মিডিয়ার কর্মীদের এড়িয়ে চলছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিক। বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি তিনি। শনিবার অটিজম ডে উপলক্ষে সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অস্টিস্টিক চিলড্রেনের আয়োজনে আগারগাঁওয়ের এলজিইডি ভবনের আরডিইউসি মিলনায়তনে উপস্থিত ছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক শুরুতেই বলে দিলেন, ক্রিকেট নিয়ে কোনো কথাই বলবেন না। তবে অটিজম নিয়ে যত ইচ্ছেমতো প্রশ্ন করা যেতে পারে। ক্রিকেট বাদে অটিজম নিয়ে মুশফিকের কাছে কীই-বা জানার থাকতে পারে মিডিয়ার কর্মীদের।
আগামী ২২ এপ্রিল থেকে শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল)। ঢাকা প্রিমিয়ার লিগে নিজেকে ফিরে পেতে চান মুশফিক, ‘প্রিমিয়ার লিগ আসছে। চেষ্টা করব এখানে ভালো করতে। আগামীকাল (রোববার) দেখি কোন দলে যাই (প্লেয়ার্স বাই চয়েজ)। যেহেতু এখন বাংলাদেশ দলের খেলা নেই, চেষ্টা করব লিগ দিয়ে যেন নিজেকে আবার ফিরে পাই।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন