ফিল্মি স্টাইলে টাকা ছিনতাই, আটক ৩
বগুড়ায় ফিল্মি স্টাইলে ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতাইয়ের পর গোয়েন্দা পুলিশ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া টাকা উদ্ধার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের নিশিন্দারা কারবালা এলাকার শুকুর আলীর ছেলে হেলাল উদ্দিন (২২), একই এলাকার নূর মোহাম্মদের ছেলে সোহেল রানা (২২) এবং কাহালুর কালাই নাটাপাড়া গ্রামের মছির উদ্দিনের ছেলে শিমুল মাহমুদ (৩০)। ছিনতাইকারীদের মারপিটে গুরুতর আহত ব্যবসায়ীকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়ার কাহালু উপজেলার আড়োলা গ্রামের মোকছেদ উদ্দিনের ছেলে পোল্ট্রি ফিড ব্যবসায়ী ফারুক হোসেন। তিনি রোববার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বড়গোলায় অবস্থিত ব্র্যাক ব্যাংক থেকে আড়াই লাখ টাকা উত্তোলন করে দোকানের কর্মচারী অনিলকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে শহরের নিশিন্দারা শৈলারপাড়া মোড়ে মোটরসাইকেল নিয়ে কয়েকজন সন্ত্রাসী সামনে বেরিকেড দেয়। সেখানে ফারুক হোসেনকে বেদম মারপিট করে তার কাছে থাকা আড়াই লাখ টাকা ও মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ফারুককে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গোয়েন্দা পুলিশ সন্ধ্যা ৬টার দিকে হেলাল উদ্দিনকে আটক করে। এ সময় তার কাছে থাকা এক লাখ টাকা উদ্ধার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে রাত ৮টার দিকে সোহেল রানা ও শিমুল মাহমুদকে দেড় লাখ টাকাসহ আটক করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী শহরের মন্ডলপাড়া আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ফারুকের মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছিনতাইয়ের সঙ্গে জড়িত রুহুল আমিন নামের আরেক ছিনতাইকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন
বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন
বিএনপি সভাপতি কারাগারে, শনিবার বগুড়ায় অর্ধ দিবস হরতাল
সরকারের বিভিন্ন সময়ে দায়ের করা মামলায় বগুড়া জেলা বিএনপি সভাপতিবিস্তারিত পড়ুন