ফুটপাথে পোষ্যদের নিয়েই সংসার প্রাক্তন শিক্ষকের, লেখেন তাদের কথাই
পোষ্যদের সঙ্গে একই থালায় ভাত খান ফুটপাথবাসী মনিব! বাসস্ট্যান্ডের সংসারে বসে লিখে রাখেন পোষ্যদের ইতিহাস!
পোষ্যদের সঙ্গে একই থালায় ভাত খান ফুটপাথবাসী মনিব! বাসস্ট্যান্ডের সংসারে বসে লিখে রাখেন পোষ্যদের ইতিহাস!
একটি ব্যাগ, একটি খাতা, একটি লাঠি, দু’টি কুকুর— এই নিয়েই যাদবপুর থানার ফুটপাথে সংসার পেতেছেন সত্তরোর্ধ্ব প্রশান্ত গঙ্গোপাধ্যায়।
পারিবারিক সমস্যা ও আর্থিক দৈন্যে ১৪ বছর আগে বাড়ি ছেড়ে ওই ফুটপাথে আশ্রয় নিয়েছিলেন প্রশান্ত। সে সময় তাঁর সঙ্গ ছাড়েনি দু’টি সারমেয়। তারা মারা গেলেও তাদের শূন্যস্থান ভরিয়েছে অন্য কুকুরেরা। বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী ওই বৃদ্ধ বাসস্ট্যান্ডে বসেই লিখছেন পোষ্যদের কাহিনী।
ওই ফুটপাথে গিয়ে দেখা গেল প্রশান্তের পাশে শুয়ে রয়েছে বকলস বাঁধা দুই পোষ্য— জ্যাঙ্গো আর জ্যাকসন। ছবি তুলতে গেলেই তেড়ে আসছে তারা। প্রশান্ত বলেন, ‘‘আমাদের কোনও সমস্যা নেই। আমরা এক থালাতেই খাই। কেউ বিরক্ত করলে ওরাই সামলে নেয়।’’ তাঁর কথায়, ‘‘বেঁচে থাকতে আর কী-ই বা লাগে বলুন! মানুষের ভালবাসা তো পেলাম না। ওরাই আগলে রাখে।’’
প্রশান্ত জানান, জ্যাকসনের বাবা পিটারও তাঁর সঙ্গী ছিল। তাঁর কথায়, ‘‘ফুটপাথে এ পর্যন্ত মোট আটটি কুকুর আমায় সঙ্গ দিয়েছে। এদের কোথা থেকে পেয়েছি, কীভাবে বড় করেছি—সব লিখে রাখছি।’’ তাঁর পোষ্যপ্রীতি দেখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়া নিয়মিত খাবার জোগান প্রশান্তকে। কিনে দিয়েছেন মোবাইলও। ব্যাটারি ফুরোলে প্রশান্ত চার্জ দেন যাদবপুর থানায়।
প্রশান্তের জন্ম কলকাতায়। তাঁর বাবা নৃপেন্দ্রলাল দেশভাগের পরে ঢাকার বাড়ি ছেড়ে চলে আসেন আনোয়ার শাহ রোডের এক কামরার ভাড়া বাড়িতে। প্রশান্ত পড়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে পড়িয়েছেন কলকাতার একটি বেসরকারি কলেজে। এক সময়ে চাকরি ছেড়ে গৃহশিক্ষকতা করতেন। তাঁর কথায়, ‘‘বছর কুড়ি আগে গুরুতর অসুস্থ হই। পসার কমতে থাকে। বাবা-মায়ের মৃত্যুর পরে সম্পত্তি নিয়ে সমস্যা হয়। বিশেষ কিছু জমাতে পারিনি, তাই ফুটপাথেই নেমে এসেছি।’’ প্রশান্তের পুরনো প্রতিবেশী দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ওঁর আত্মসম্মানবোধ প্রবল। আমরা বহুবার সাহায্য করতে চেয়েছি। উনি নেননি।’’
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন