ফুলের গন্ধে সাপ আকৃষ্ট হয়!
ফুলের গন্ধে সাপ আকৃষ্ট হয়। এমন গল্পও হয়তো অনেকেই শুনেছেন। কেউ কেউ হয়তো নিজ চোখেও দেখেছেন, সুগন্ধি ফুলের গাছের তলায় সাপ শুয়ে থাকে। এটা সত্যি কথা। তাই বলে ভাবা ঠিক হবে না যে, ফুলের গন্ধে আকৃষ্ট হয়েই সাপ সেখানে শুয়ে থাকে।
আসলে এসব সুগন্ধি ফুলের ভেতরে অত্যন্ত সুস্বাদু এক ধরনের মধু থাকে। মধুর লোভে নানারকম কীট-পতঙ্গ ছুটে আসে এসব গাছে। খাবারের লোভে এসব ফুল গাছে বা গাছের তলায় কিছু পতঙ্গভুক্ত প্রাণি যেমন, টিকটিকি, মাকড়সা, কুনোব্যাঙ ছুটে আসে পাগলের মতো।
এসব পতঙ্গভুক্ত প্রাণীগুলো সাপের খুব প্রিয় খাবার। চলতি পথে এমন লোভনীয় খাদ্যের দেখা পেলে সাপ কি না থেমে পারে? সাধারণত সাপ খাওয়া-দাওয়ার পরে বেশি নড়াচড়া করতে পারে না, তাই ফুল গাছের নিচেই কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেয়। ঠিক এই অবস্থায় চোখে পড়লে আমরা ভাবি, ফুলের গন্ধে মোহিত হয়েই বুঝি সাপ গাছ তলায় এসেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন