ফেইসবুকে কলেজছাত্রীর ‘আপত্তিকর’ ছবি পোস্ট, সাংবাদিক গ্রেপ্তার
বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজের এক ছাত্রীকে জোর করে বিয়ে ও ‘আপত্তিকর’ ছবি তুলে ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ঢাকা থেকে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বগুড়া সদর থানা পুলিশ।
গ্রেপ্তার সাইফুল মাহমুদ বেসরকারি টেলিভিশন ‘সময়’ এর জ্যেষ্ঠ প্রতিবেদক। তিনি চাঁদপুরের উত্তর মতলব উপজেলার বরুরকান্দি গ্রামের আবুল হোসেনের ছেলে।
এ ব্যাপারে বগুড়া সদর থানার ওসি এমদাদুল হক জানান, ওই ছাত্রীর করা মামলায় বৃহস্পতিবার রাতে ঢাকার কাফরুল থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার বরাত দিয়ে ওসি বলেন, টিএমএসএস মেডিক্যাল কলেজের এক ছাত্রীর সঙ্গে ফেইসবুকের মাধ্যমে সাইফুলের পরিচয় হয়। গত ২১ সেপ্টেম্বর সাইফুল ওই ছাত্রীকে ঢাকায় এনে জোর করে ধর্মান্তরিত করে বিয়ে করেন। এরপর তাকে বাড়িতে নিয়ে আটকে রাখেন।
তিনি আরো বলেন, পরীক্ষার কথা বলে গত ১৮ অক্টোবর মেয়েটি বগুড়ায় চলে আসেন। এরপর সাইফুলকে তালাক দেন এবং ২৪ অক্টোবর বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি করেন। এরপরও সাইফুল ফেইসবুকসহ কয়েকটি ব্লগে ছাত্রীটির ‘ইচ্ছের বিরুদ্ধে তোলা আপত্তিকর’ ছবি ও নানা তথ্য ছড়িয়েছেন।
ওসি এমদাদুল জানান, এরপর ১১ নভেম্বর ওই ছাত্রী সাইফুল মাহমুদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন
বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন
বিএনপি সভাপতি কারাগারে, শনিবার বগুড়ায় অর্ধ দিবস হরতাল
সরকারের বিভিন্ন সময়ে দায়ের করা মামলায় বগুড়া জেলা বিএনপি সভাপতিবিস্তারিত পড়ুন