ফের ঢাকায় কলকাতার চলচ্চিত্র ‘খোকা ৪২০’
আবারও ঢাকায় মুক্তি পেতে যাচ্ছে কলকাতার বাংলা চলচ্চিত্র। ঢাকাই চলচ্চিত্র শিল্পীদের বিরোধিতা সত্ত্বেও আমদানিকৃত ভারতীয় সিনেমা ‘খোকা ৪২০’ মুক্তি পাচ্ছে শুক্রবার ৩০ অক্টোবর। সিনেমাটিতে অভিনয় করেছেন কলকাতার নায়ক দেব। এর আগে ভারতীয় অন্যান্য শিল্পীর সিনেমা মুক্তি পেলেও দেব অভিনীত সিনেমা এই প্রথমবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘খোকা ৪২০’ ছবিতে অভিনয় করেছেন দেব, শুভশ্রী গাঙ্গুলী, নুসরাত জাহান, রজতাভ দত্ত, তাপস পাল প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দি বলেন, ‘এই ছবিটা আমাদের আমদানি করা ছিল। আমাদের কাছে মনে হয়েছে এই সপ্তাহে ছবিটা চালাতে পারলে ভালো ব্যবসা করতে পারব। আপাতত আমরা সারা দেশের ১৫টি সিনেমা হলে ছবি মুক্তি দিচ্ছি। এর আগে কলকাতার ছবি মুক্তি দিয়েছি কিন্তু ভালো ব্যবসা না করতে পারায় এবার বেশি সিনেমা হলে দেওয়া যায়নি।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সহসভাপতি সোহানুর রহমান সোহান বলেন, ‘আমাদের দেশের কৃষ্টিকালচার আর কলকাতার সংস্কৃতি এক নয়। আমাদের দেশের গল্প, আমাদের মতো করেই দেখতে চায় দর্শক। এর আগে আমাদের দেশের দর্শক কলকাতার ছবি দেখেনি, আবারও তাদের খালি হাতে ফিরতে হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন