ফের যৌথ প্রযোজনার সিনেমায় জলি-রোশান

এ প্রজন্মের চিত্রনায়িকা অঞ্জলি জলি ও চিত্রনায়ক রোশান। যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেছেন এই জুটি।
তারই ধারাবাহিকতায় আবারও যৌথ প্রযোজনার সিনেমায় কাজ করতে যাচ্ছেন তারা। নাম ঠিক না হওয়া এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো এ জুটিকে একসঙ্গে দেখা যাবে।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করা হবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। বর্তমানে এ সিনেমার শুটিং সামনে রেখে জলি ও রোশান গ্রুমিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে সিনেমাটি কে নির্মাণ করছেন তা এখনো জানা যায়নি।
জলি যৌথ প্রযোজনার ‘অঙ্গার’শিরোনামের সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় এ সিনেমায় জলির বিপরীতে অভিনয় করেন কলকাতার ওম। সম্প্রতি জলি-শুভ জুটির ‘নিয়তি’ সিনেমাটি মুক্তি পায়। জাকির হোসেন রাজু পরিচালিত এ সিনেমাটিও বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে।
এদিকে রোশান ‘রক্ত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় এ সিনেমায় রোশানের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা পরীমনি। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এ সিনেমাটি গত ঈদুল আজহায় মুক্তি পেয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন