ফের শরীরে বাতাস ঢুকিয়ে শিশু হত্যার অভিযোগ
খুলনার শিশু রাকিবকে শরীরে বাতাস ঢুকিয়ে হত্যার বছরখানেক পর আবার ঘটলো একই ধরনের ঘটনা। এবার সাগর বর্মন (১০) নামের এক শিশুকে পায়ুপথ দিয়ে বাতাস ঢুকিয়ে নৃশংসভাবে হত্যার অভিযোগ করেছে তার পরিবার। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার যাত্রামুড়া এলাকার একটি টেক্সটাইল মিলে। রবিবার বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই শিশুটির মৃত্যু হয়। পুলিশ তার লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছে।
শিশুটির বাবা শ্রী রতন বর্মন বলেন, প্রায় ছয় মাস ধরে আমি ও আমার ছেলে যাত্রামুড়া জোবায়দা টেক্সটাইল মিলে শ্রমিকের কাজ করতাম। ওর বেতন ছিল তিন হাজার ১০০ টাকা। আজ দুপুর সোয়া একটার দিকে ওই কারখানার কেউ সাগরের পায়ুপথে বাতাস ঢোকায়। এতে সে অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে বেলা সাড়ে তিনটার দিকে মৃত ঘোষণা করেন।
তিন ভাইয়ের মধ্যে সাগর ছিল সবার ছোট। মৃত সাগর বর্মনের বাড়ি নেত্রকোনার খালিয়াজুড়ির রাজিবপুর গ্রামে।
গত বছরের ৪ আগস্ট খুলনা নগরীর টুটপাড়া এলাকায় একটি মোটর গ্যারেজে মলদ্বারে পাইপের মাধ্যমে বাতাস ঢুকিয়ে মো. রাকিব হাওলাদার নামে এক শিশুকে হত্যা করা হয়। নৃশংস এই ঘটনা দেশ-বিদেশে তোলপাড় সৃষ্টি করে। ওই ঘটনায় দুইজনের ফাঁসির রায় হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন
নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির সময়ে গ্রেফতার নিষিদ্ধবিস্তারিত পড়ুন
আড়াইহাজারে চেয়ারম্যান প্রার্থী শাহজালালের ভোট বর্জন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম, জাল ভোট, কেন্দ্রে এজেন্টবিস্তারিত পড়ুন