ফেসবুকে ধর্মীয় উসকানির অভিযোগে হবিগঞ্জে কলেজছাত্র আটক
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ছবি ও উস্কানিমূলক মন্তব্য পোস্ট করার অভিযোগে অভিজিৎ দাস (২২) নামের এক কলেজছাত্রকে আটক করেছে হবিগঞ্জের গোয়েন্দা পুলিশ।
আটক কলেজছাত্র হবিগঞ্জের শচীন্দ্র ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথমবর্ষের ছাত্র। তিনি বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা আশুতোষ দাসের পুত্র।
গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, সম্প্রতি নাসিরনগরে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার ঘটনার প্রেক্ষাপটে আটক অভিজিৎ তার ফেসবুক আইডিতে মুসলিম ধর্ম নিয়ে উস্কানিমুলক মন্তব্য ও ছবি পোস্ট করে। সম্প্রতি এ বিষয়টি পুকড়া ইউনিয়নের আলেম সমাজের নজরে এলে তারা কলেজের অধ্যক্ষের কাছে এ বিষয়ে অভিযোগ করে বিচারপ্রার্থী হন। গত কয়েকদিন ধরে এ নিয়ে পুকড়া ইউনিয়নে উত্তেজনা বিরাজ করলে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
সোমবার দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ আব্দুল্লাহপুর গ্রামে অভিযান চালিয়ে অভিজিৎকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে এসআই আব্দুল করিম জানান, আটক অভিজিৎ নাসিরনগরের ঘটনায় তার ব্যক্তিগত আইডি ব্যবহার করে উস্কানিমুলক মন্তব্য পোস্ট করেছিল। অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে, ৩ জনে মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রেবিস্তারিত পড়ুন
হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত
হবিগঞ্জের মাধবপুরের হরিতলা বাদশা গেইট এলাকায় ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষেবিস্তারিত পড়ুন
‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ গৃহবধূকে পিটিয়ে হত্যা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করাবিস্তারিত পড়ুন