ফেসবুকে প্রধানমন্ত্রী ও তার স্বজনদের নামে ভুয়া পেজ, বন্ধের অনুরোধ
রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কন্যা সায়মা ওয়াজেদ, বোন শেখ রেহানা কিংবা রেহানাপুত্র রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোনো পেজ পরিচালিত হয় না বলে জানিয়েছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্যারিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়ে ওই পেজগুলো বন্ধ করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়।
শনিবার রাতে আওয়ামী লীগের পেজে দেয়া ওই পোস্টে বলা হয়, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, কিছু কিছু ফেসবুক পেজ বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ও বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের নামে নানাবিধ বিভ্রান্তিমূলক আপডেট ও খবর প্রকাশ করছে।’
আরো বলা হয়, ‘অনেক পেজের বিবরণে আবার এডমিনরা লিখছেন “এই পেজ অফিসিয়াল” কিংবা তাদের (মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্য) “তত্ত্বাবধানে পরিচালিত”; এই তথ্য সম্পূর্ণরূপে বানোয়াট।’
‘একটি বিশেষ ঘোষণা’ শীর্ষক ওই পোস্টে বলা হয়েছে, ‘দেশবাসীকে আমরা দৃঢ়তার সাথে জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ও বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন পুতুল কর্তৃক কোন ফেসবুক পেজ পরিচালিত হয় না।’
প্রধানমন্ত্রী, তার পরিবারের সদস্য ও আওয়ামী লীগের নামে পরিচালিত কয়েকটি বিভ্রান্তিমূলক ফেসবুক পেজের লিঙ্ক ওই পোস্টে সংযুক্ত করে বলা হয়, ‘এই সকল পেজের এডমিনদের বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে পেইজগুলো ‘Unpublished’ করার জন্য।’
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন