ফেসবুকে শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে প্রভাষক আটক

সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলায় নিজ ফেসবুক ওয়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে আব্দুল ওয়াদুদ (৩৪) নামে এক প্রভাষককে আটকে করেছে পুলিশে। সোমবার বিকালে প্রভাষকের প্রফাইলে এমন পোষ্ঠ দেখে বেলকুচি ডিগ্রি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে পুলিশে সোপার্দ করে। আটক আব্দুল ওয়াদুদ বেলকুচি ডিগ্রী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ও কামারখন্দ উপজেলা রায়দৌলতপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।
বেলকুচি থানার উপ-পরিদর্শক নাজমুল হক জানান, প্রভাষক আব্দুল ওয়াদুদ প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক নানা ধরনের কটুক্তি ও পোস্টর বিষয়টি কলেজ ছাত্র সংসদের জিএস নয়ন আহমেদ ও কলেজ ছাত্রলীগের সহসভাপতি রিয়াদ হোসেনের নজরে আসলে তারা তাৎক্ষনিক প্রভাষককে কলেজের একটি কক্ষে আটকে রেখে পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে সন্ধ্যার আগে প্রভাষকে আটক করে থানা হেফাজতে আনা হয়।
তিনি আরো জানান, এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ ও ফেসবুক আইডি চেক করে প্রাথমিকভাবে তার সম্পপৃক্তা দেখা গেছে। তবে আরো অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় জিএস নয়ন আহমেদ বাদী হয়ে সাইবার ক্রাইম আইনে মামলা দায়ের করেছেন।
অন্যদিকে আটক আব্দুল ওয়াদুদের পক্ষ থেকে জানান এ বিষয়টি উদ্দেশ্য মূলক ভাবে করা হয়েছে। নিজ ওয়ালে নয় তাকে কেউ ট্যাগ করেছে পোষ্টটি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন

ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন