ফেসবুক বন্ধু যখন ধর্ষণকারী

ফেসবুকে পরিচয়। ধীরে ধীরে ভাল বন্ধুতে পরিণত। এরপর দেখা করতে গেলে তরুণীকে অপহরণ করে টানা দু’মাস চালানো হয় পাশবিক নির্যাতন।
ব্রিটেনের ডেইলি মেইলের খবরে বলা হয়, ঘটনাটি ঘটে মাদাগাস্কারে।
মাদাগাস্কারের রাজধানী আন্তানানার্ভিওতে জেনি (ছদ্মনাম) নামের ওই ১৭ বছর বয়সী তরুণীকে অপহরণ করে তারই ফেসবুকের ঘনিষ্ঠ বন্ধু।
জেনি জানায়, ২৮ বছর বয়সী ওই যুবকের সঙ্গে জেনির পরিচয় প্রায় ৬ মাসের। এক পর্যায়ে যুবক দেখা করতে চাইলে জেনি রাজি হয়। ঘটনার দিন যুবক জেনিকে তাকে অনুসরণ করতে বললে জেনি তা করে। এক পর্যায়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয় একটা ঘরে। সেখানে বন্দী করে রাখা হয় দু’মাস।
প্রথম দুই সপ্তাহ সম্পূর্ণ অচেতন থাকে জেনি। ধর্ষণ, নির্যাতন এমনকি জোর করে মাদক নিতেও বাধ্য করা হয়েছে সে সময়।
জেনি ডেইলি মেইলকে বলেন, ‘আমার ফেসবুকে প্রায় ৩১০ জন বন্ধু ছিল। এর মধ্যে প্রায় ১০০ জন অপরিচিত ছিল। আমি শুধু চেয়েছিলাম ফেসবুকে আমার অনেক বন্ধু হবে। আমার বাবা-মা জানতেন না আমি ওই অপরিচিত লোকটির সঙ্গে ম্যাসেজ আদান-প্রদান করতাম।’
ধর্ষণকারীর এক প্রতিবেশী যখন টের পায় মেয়েটিকে ধর্ষণ করা হচ্ছে তখন পুলিশে খবর দিলে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ওই ধর্ষণকারীর বিচার এখন আদালতে প্রক্রিয়াধীন রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন