ফেসবুক সিওও শেরিলের দৃষ্টিতে সবচেয়ে অনুপ্রেরণাময় ভিডিও
ফেসবুকের চিফ অপারেটিং অফিসার (সিওও) শেরিল স্যান্ডবার্গ সম্প্রতি ভারতীয় একটি বিজ্ঞাপনকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও অনুপ্রেরণাদায়ী ভিডিও হিসেবে অভিহিত করেছেন। এ ভিডিওতে দৈনন্দিন জীবনযাপনে নারী-পুরুষের কাজের সমতায় উৎসাহিত করা হয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
এরিয়াল ইন্ডিয়া এ বিজ্ঞাপনটি বানিয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বিজ্ঞাপনটির প্রশংসা করা হয়েছে। এটি বেশ কয়েকটি ওয়েবসাইটেও আপলোড করা হয়েছে। বিজ্ঞাপনটিতে নারী-পুরুষের দৈনন্দিন কার্যক্রমে উভয়েরই অংশগ্রহণ করা উচিত, এমন বার্তা দেওয়া হয়েছে। এখানে মূল বিষয়টি ছিল কাপড়চোপড় ধোয়ার জন্য একত্রিত করে ওয়াশিং মেশিনে দেওয়ার কাজটি কে করবে তা নিয়ে।
পরিবারেনারীকেই আমরা সাধারণত কাপড়চোপড় ধোয়া কিংবা এ ধরনের পরিচ্ছন্নতার বিষয়ে মনোযোগী হতে দেখি। কিন্তু বাস্তবে এটি কি শুধুই নারীদের কাজ? এ বিষয়টি আমাদের অতি প্রাচীনকাল থেকে চলে আসা ধ্যান-ধারণার সঙ্গে সম্পর্কিত। বহু আগে থেকেই নারীরা এটি করে। কিন্তু এখন আর আগের মতো দিন নেই। নারীরা এখন বহু কাজে যুক্ত হচ্ছেন। ফলে সেই প্রাচীন ধ্যান-ধারণা এখন আর কার্যকর নেই। পুরুষের পাশাপাশি নারীরা যেমন বাইরের জগতের কাজে অংশগ্রহণ করছে তেমন বাইরের পাশাপাশি পুরুষও ঘরের কাজে অংশগ্রহণ করছে। আর এমন ধরনের বার্তাই দেওয়া হয়েছে ভিডিওটিতে।
ভিডিওটির প্রশংসা করে ফেসবুকের নিজের পেজে এটি পোস্ট করেছেন ফেসবুকের সিওও শেরিল স্যান্ডবার্গ। তিনি জানান, ‘এ ভিডিওটি আমার দেখা সবচেয়ে শক্তিশালী ভিডিও। এতে দেখা যায় কিভাবে প্রাচীনকাল থেকে চলে আসা ধ্যান-ধারণা আমাদের প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে এবং আমাদের প্রভাবিত করছে। ছোট মেয়ে কিংবা ছেলে যখন বাড়িতে খেলে তখনই তা তাদের আচরণ থেকে প্রভাবিত করে এবং মনের ভেতর দীর্ঘমেয়াদী ধারণাগুলো ঢুকিয়ে দেয়। এটি শুধু তাদের ছোটবেলার খেলাধুলাতেই সীমাবদ্ধ থাকে না, এটি তাদের দীর্ঘমেয়াদী স্বপ্নতেও প্রভাব ফেলে।’
এ ভিডিওটি এরিয়াল ইন্ডিয়ার একটি ক্যাম্পেইনের অংশ। পুরো ভিডিওটি দেখুন নিচের লিংকে ক্লিক করে-
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন