ফ্লাইওভারের নিচে নেই হাঁটার রাস্তা, রাজধানীবাসীর ভোগান্তি
রাজধানীর ফ্লাইওভারগুলোর নিচে ওয়াকিং ওয়ে না থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে সাধারণ মানুষ। ইতোমধ্যে অবৈধভাবে দখল হয়েছে ফ্লাইওভারের নিচের অনেক স্থান। অন্যদিকে অনেক ফ্লাইওভারের নিচের খালি জায়গা দখল হয়ে যাওয়ায় গাড়ি ও পথচারী চলাচলও হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ।
সিটি কর্পোরেশন বলছে, ফ্লাইওভারের ডিজাইনে হাঁটার রাস্তার পরিকল্পনার না থাকায়, এই ভোগান্তিতে পড়ছেন নগরবাসী।
যানজট নিরসনে রাজধানীর হানিফ ফ্লাইওভার করা হলেও পরিকল্পনায় ছিলো না কোন পথচারীদের পারাপারের ব্যবস্থা বা ওয়াকিং ওয়ে। ফলে যে রাস্তায় গাড়ি চলাচল করছে সে রাস্তার পাশ ঘেঁষেই ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল করছে পথচারী। গড়িতে ওঠানামার বিষয়টি এখনো যত্রতত্রই হচ্ছে। পাশাপাশি যেসব লিংক রোড করা হয়েছে সেখানেও প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এছাড়া যেসব ফ্লাইওভারের নিচে রাস্তা কিছুটা খালি থাকছে সেটিও থেকে যাচ্ছে গাড়ি পার্কিংয়ের দখলে এমনটাই অভিযোগ এসব এলাকার জনসাধারণের।
আর ফ্লাইওভারের দুটো বিমের মাঝামাঝি যে অংশটি খালি থাকার কথা সেটিও রিক্সার গ্যারেজ, বাজার, দোকান আর হকার্সের দখলে। এমনকি অনেক স্থানে পার্কিং এরিয়া খুলে আয়েরও উৎস করে নিয়েছেন কেউ কেউ।
পথচারীদের সমস্যার কথা স্বীকার করে পথচারী ও যাত্রীদের ওঠানামাসহ নতুন পরিকল্পনার কথা জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল।
পাশাপাশি ফ্লাইওভারের দুই বিমের মাঝের ফাঁকা স্থান সৌন্দর্য বর্ধন ও নাগরিক সুবিধা সংযোজন করা হবে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন