‘বই কেনার কথা বলে ৩ হামলাকারী ভেতরে ঢোকে’
রাজধানীর লালমাটিয়ার সি ব্লকে শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে বই কেনার কথা বলে তিন দুর্বৃত্ত ভেতরে ঢোকে। দরজা বন্ধ করে তারা প্রথমে পিস্তলের মুখে প্রকাশক আহমেদুর রশিদ টুটুল, লেখক ও ব্লগার রণদীপম বসু ও তারেক রহিমকে জিম্মি করে। এরপর চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে এমন তথ্য জানা গেছে।
ঘটনাস্থলে উপস্থিত শুদ্ধস্বর প্রকাশনীর এক কর্মচারী জানান, বিকেল তিনটার দিকে তিনজন দুর্বৃত্ত বই কেনার কথা বলে কার্যালয়ের ভেতরে ঢোকে। দরজা বন্ধ করে তারা পিস্তলের মুখে টুটুলসহ তিনজনকে জিম্মি করে। এরপর চাপাতি বের করে এলোপাতাড়ি কুপাতে থাকে। এ সময় তারেক রহিম দৌঁড় দিলে তারা গুলি ছোঁড়ে। গুলি তার বাম কোমরে বিদ্ধ হয়। হামলা শেষে দুর্বৃত্তরা বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যায়।
ঘটনাস্থলে উপস্থিত অপর একটি প্রকাশনীর কর্মকর্তা হামলার ঘটনা পুলিশকে জানালে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্য তারেকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎকরা জানিয়েছেন।
লালমাটিয়া সি-ব্লকের ৮/১৩ নম্বর বাসায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যা্লয়। হামলায় আহত রণদীপম জানান, ৩/৪ জন অস্ত্রধারী অতর্কিতে শুদ্ধস্বর অফিসে হামলা চালায়। হামলাকারীদের বয়স আনুমানিক ২০-২৫ বছর।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এ্যান্ড অবস) শেখ মারুফ হাসান। তিনি জানান, আহতদের মাথায়, ঘাড়ে, হাতে আঘাত লেগেছে। পুলিশ ছাড়াও র্যাব, সিআইডি ও ডিবি এ ঘটনার তদন্ত করছে।
শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশিদ টুটুল মুক্তমনা ব্লগারের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক। গত ফেব্রুয়ারি মাসে বইমেলায় থেকে বের হবার পর দুর্বৃত্তরা চাপাতি দিয়ে অভিজিৎকে হত্যা করে। এ সময় তার স্ত্রী বন্যা গুরুতর আহত হন।
এ ঘটনার পর টুটুলকে হত্যার হুমকি দেওয়া হয়। তিনি থানায় জিডি করেন। ফেসবুকে ব্লগার হত্যার বিচার চেয়ে সরব ছিলেন টুটুল।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন