‘বউ না থাকলে বাসা ভাড়া পাওয়া যায় না, এ কেমন বিচার’
ঢাকায় সম্প্রতি জঙ্গি হামলার পর ব্যাচেলরদের নানা হয়রানির প্রতিবাদ এবং চার দফা দাবি নিয়ে রাস্তায় বালিশ নিয়ে প্রতীকী অবস্থান করছে কিছু অবিবাহিত নারী-পুরুষ।
‘বউ না থাকলে বাসা ভাড়া পাওয়া যায় না, এ কেমন বিচার’ স্লোগানে বৃহস্পতিবার রাত ৮টা থেকে ‘ভাড়াটিয়া পরিষদ’র ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচিতে ‘বউ না থাকলে ভাড়া হবে না, এটা আমরা মানি না’, ‘ভাড়াটিয়ার খুব সমস্যা, চোখে দেখি ঝাপসা ঝাপসা’, ‘জঙ্গিদের ভাড়া দেবে না, আমরা জঙ্গি না’, ‘বাড়ির মালিকদের বছর বছর ভাড়া বৃদ্ধি চলবে না’, ‘গ্যাসের দাম বৃদ্ধি চলবে না’সহ বিভিন্ন স্লোগান লেখা ব্যানার নিয়ে আসতে যায় অনেককে।
সংগঠনের সভাপতি বাহারানে সুলতান বাহার অবিবাহিতদের বাড়ি ভাড়ায় ‘ঝামেলা’ নিরসনসহ চার দফা দাবি আদায়ে আগামী ২৩ অাগস্ট বেলা ১১টায় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার নতুন কর্মসূচির ঘোষণা করেন।
দাবিগুলো হলো- শহরে বসবাসরত ‘ব্যাচেলর’ ভাড়াটিয়াদের আবাসন নিশ্চিত করা, সরকারিভাবে আবাসনের ব্যবস্থা করা, ‘ব্যাচেলরদের’ হয়রানি এবং বাড়ির মালিকদের ভাড়া বাড়িয়ে অর্থনৈতিক নির্যাতন ও উচ্ছেদ বন্ধ করা।
প্রায় অর্ধশত পুরুষ এবং সাতজন অবিবাহিত নারী কর্মসূচিতে অংশ নেন। তাদের অনেকের হাতে নতুন বালিশ দেখা যায়।
প্রেসক্লাবের সামনে ফুটপাতে বসে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাত ফাতেমা বলেন, গুলশানের হলি আর্টিজান বেকারির ঘটনার পর থেকে আমরা ভাড়া বাসায় চরম দুর্ভোগের মধ্যে আছি। একদিকে বাড়িওয়ালারা বাসা ছেড়ে দিতে বলছেন, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারীরা অভিযানের নামে বাড়িওয়ালাদের ওপর চাপ দিচ্ছেন ব্যাচেলরদের ভাড়া দেওয়ার ব্যাপারে সতর্ক হতে। তাহলে আমরা যাব কোথায়?
সমস্যার সমাধানে সরকার প্রধানের দৃষ্টি পেতেই এই কর্মসূচি জানিয়ে তিনি বলেন, আমাদের দাবি একটাই, যেখানে ব্যাচেলররা থাকেন, সেই এলাকাতে বাসা-বাড়ি ভাড়া দিতে হবে।
সংগঠনের সভাপতি বাহারানে সুলতান বাহার বলেন, আমরা জঙ্গিদের বিরুদ্ধে। কিন্তু জঙ্গির নামে বাসা-বাড়ির মালিকরা আজ ব্যাচেলরদের ওপর যেভাবে নির্যাতন করছে, তা মেনে নেওয়া যায় না।
ঢাকা শহরে নারী-পুরুষ মিলিয়ে ৩৫ লাখ অবিবাহিতের বাস দাবি করে বাহার বলেন, আমরা সরকারকে বলতে চাই অযথা ব্যাচেলরদের হয়রানি না করে তাদের বাসা-বাড়ি ভাড়া নেওয়ার অধিকার নিশ্চিত করুন। প্রয়োজনে ব্যাচেলরদের বাসা ভাড়া নেওয়ার সময় তথ্য নিন।
গুলশান হামলার পর অবিবাহিতদের ভাড়া দেওয়ার ক্ষেত্রে মালিকরা বাড়তি ভাড়া দাবি করছেন বলে অভিযোগ করেন তিনি।
এভাবে ব্যাচেলরদের মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। এটা বন্ধ করার দাবি জানান তিনি।
অন্যদের মধ্যে সংগঠনের সদস্য শামীম আহমেদ, আলমগীর হোসেন, কামরুন্নাহার, সুলতানা বেগম, ‘মেস সংঘ’র সভাপতি আয়াত উল্লাহ, একেএম রফিকুল ইসলাম রিপন, মায়া আখতার বক্তব্য রাখেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন